চ্যাম্পিয়ন বানিয়ে নাপোলি ছাড়ার ঘোষণা স্পালেত্তির
৩৩ বছর পর নাপোলিকে ইতালিয়ান লিগ জেতানোর পর ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। সিরি আ–র চলতি মৌসুম শেষে ক্লাবটি ছাড়বেন ইতালিয়ান কোচ। রোববার সাম্পদোরিয়ার বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচটি খেলবে নাপোলি। এর মধ্য দিয়ে নাপোলিতে শেষ হবে স্পালেত্তির অধ্যায়।
ইতালি জাতীয় দলের অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানে নাপোলি ছাড়ার ঘোষণা দিয়ে স্পালেত্তি বলেন, ‘আমার বিশ্রাম প্রয়োজন। আমি অনেক ক্লান্ত। এটাকে এক বছরের ছুটি বলা যায় কি না, জানি না; তবে ফুটবল–সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে জড়িত থাকব না। নাপোলি কিংবা অন্য কোনো দলকেও কোচিং করাব না।’
স্পালেত্তির হাত ধরে ১৯৯০ সালের পর এবার প্রথম লিগ জিতেছে নাপোলি। শুধু চ্যাম্পিয়ন হওয়াই নয়, ইউরোপে এবার দুর্দান্ত ফুটবল খেলেছে নেপলসের দলটি। নাপোলিকে নিয়ে স্পালেত্তিও এবারই প্রথম জিতেছেন লিগ শিরোপা। ২০০৮ সালে এএস রোমার সঙ্গে ইতালিয়ান কাপ জয়ের পর দেশটিতে এটাই প্রথম শিরোপা জয় স্পালেত্তির।
২০১০ ও ২০১২ সালে জেনিত সেন্ট পিটার্সবার্গের হয়ে রাশিয়ান লিগ জিতেছেন ৬৪ বছর বয়সী এ কোচ। ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, নাপোলিতে স্পালেত্তির জায়গা নিতে পারেন বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকে।
নাপোলির মালিক অরেলিও দি লরেন্তিস এর আগে জানিয়েছিলেন, ক্লাবে স্পালেত্তির দুই বছরের অধ্যায় শেষ হয়ে আসছে। ইতালির জাতীয় সম্প্রচারমাধ্যম আরএআইকে লরেন্তিস বলেছেন, ‘হ্যাঁ, স্পালেত্তি আমার কাছে এসে বলেছে, সে সবকিছু করেছে। একটা চক্র পূরণ করে ফেলেছে। তার এক বছর বিশ্রাম দরকার। আমি কি তাকে “না” বলতে পারতাম? সে আমাকে অনেক কিছু দিয়েছে, আমিও তাকে ধন্যবাদ জানিয়েছি। চুক্তির মেয়াদ শেষ না হলেও আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’