হামজা ও দিয়াবাতেকে নিয়ে যা বলল বাফুফে

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীইনস্টাগ্রাম

জুনে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপের শেষ দুটি ম্যাচ। ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ঢাকায়, ১১ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ কাতারের দোহায়। এ দুটি ম্যাচ সামনে রেখে ১ জুন শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি। আজ বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদের সভাপতিত্বে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কাজী নাবিল এ কমিটির প্রধান।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান হামজা চৌধুরী ও সোলেমান দিয়াবাতেকে নিয়েও কথা বলেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী কিছুদিন আগেই প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের জার্সিতে খেলার শতভাগ সম্ভাবনার কথা বলেছিলেন। তাঁর পাসপোর্ট তৈরির প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

দেশ থেকে এরই মধ্যে তাঁর জন্মনিবন্ধন সনদও গেছে। মাকে সঙ্গে নিয়ে হামজা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট করতেও গিয়েছিলেন। কিন্তু সেখানে কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। তাতে পাসপোর্ট না করেই হামজা ফিরে আসেন। হামজার বাবা অবশ্য বলেছিলেন, ব্যাপারটা একটা ভুল–বোঝাবুঝি ছিল, সমস্যার সমাধান হয়ে গেছে। হামজা আপাতত ছুটিতে গেছে, সে ছুটি থেকে ফিরলেই পাসপোর্টের কাজ করা হবে।

কাজী নাবিল জানিয়েছেন, ‘হামজার পাসপোর্টের ব্যাপারে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। হামজা যেদিন দূতাবাসে গিয়েছিল, সেদিন প্রয়োজনীয় একটা কাগজ কম ছিল। সিস্টেমে কিছুটা সমস্যা হচ্ছিল। কিছুটা ভুল–বোঝাবুঝি হয়েছে। হামজার মায়ের সঙ্গেও হাইকমিশনের কথা হয়েছে। ছুটিতে গেছে হামজা। ছুটি থেকে এলেই কাজ এগোবে।’

মোহামেডানের সুলেমান দিয়াবাতে
প্রথম আলো ফাইল ছবি

মোহামেডানের মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতেকেও বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। কাজী নাবিল জানালেন, ‘দিয়াবাতের ব্যাপারটি অবশ্য ভিন্ন। তবে কিছুই ফেলে রাখা হচ্ছে না। সব কাজই চলছে। আশা করছি, সবকিছুই দ্রুত হবে।’

বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকার ম্যাচটি অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনায়। বিকেল ৪টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে। এ ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে ৪ জুন দুপুর সাড়ে ১২টায়। কাজী নাবিল বলেছেন, ‘৪ জুন অস্ট্রেলিয়া আসবে দুপুর সাড়ে ১২টায়। অস্ট্রেলিয়ার একটি অগ্রবর্তী দল এরই মধ্যে বাংলাদেশ সফর করে গেছে। তাদের চাহিদা অনুযায়ীই সবকিছু করা হচ্ছে।’

আরও পড়ুন

১১ জুন কাতারের দোহায় লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সভায় সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ৩০ মে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে দেবেন।