কেইনের জন্য বায়ার্নের তৃতীয় প্রস্তাবও ফিরিয়ে দিল টটেনহাম
বায়ার্ন মিউনিখ চাইলে এখন এই প্রশ্নটা টটেনহামকে করতেই পারে—‘হ্যারি কেইনকে পেতে আর কী করতে হবে?’
তৃতীয়বারের মতো বায়ার্নের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে টটেনহাম হটস্পার্স। বিবিসি জানিয়েছে, কেইনের দাম নিয়ে এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি দুই ক্লাব। জার্মান ক্লাবটি অবশ্য এর আগে ইংলিশ ক্লাবটিকে জানিয়ে দিয়েছিল, তৃতীয় দফায় রাজি না হলে তারা কেইনের পিছু ছোটা থেকে সরে আসবে। অন্য খেলোয়াড় কেনার চেষ্টা করবে।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা কেইনের সঙ্গে টটেনহামের বর্তমান চুক্তির আর এক বছর বাকি। তবে কেইন এখনো পর্যন্ত টটেনহামের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কিছু বলেননি। টটেনহামের মালিক ও চেয়ারম্যান ড্যানিয়েল লেভি যদি এ যাত্রায় কেইনকে না ছাড়েন তাহলে ৩০ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকারকে বেচে মোটা অঙ্কের টাকা আয়ের স্বপ্ন বিসর্জন দিতে হবে।
বায়ার্ন গত জুনে কেইনকে কিনতে ৭ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল। এর সঙ্গে অন্যান্য শর্ত মিলিয়ে আরও কিছু অর্থ পেত টটেনহাম। কিন্তু সেই প্রস্তাব এবং দ্বিতীয় দফার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল টটেনহাম।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, তৃতীয় দফার প্রস্তাবে কেইনের দাম ৯ কোটি ৯৮ লাখ ইউরো বলেছিল বায়ার্ন। কিন্তু এই দামও ড্যানিয়েল লেভির মন গলাতে পারেনি।