বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাক অ্যালিস্টারের বাসার ওয়াই–ফাই পাসওয়ার্ড জেনে নিন
বিশ্বকাপ জিততে কেমন লাগে? বিশ্বকাপজয়ী কোনো ফুটবলারকে প্রশ্নটি করা হলে সম্ভবত উত্তর শেষ হবে না। এই বিজয়ের অনুভূতি যে অনিবর্চনীয়। বারবার বিভিন্নভাবে প্রকাশ করতে ইচ্ছা করে। কত রকম কথা যে মনের মধ্যে জমে থাকে!
ব্রাইটনের আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মনের কথাগুলো শুনতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন টিওয়াইসি স্পোর্টস–এর সংবাদকর্মী গাস্তন এদুল। ইংল্যান্ডে নিজের বাসায় বসে মাইক্রোফোন হাতে এদুলের সব প্রশ্নের জবাব দিয়েছেন ম্যাক অ্যালিস্টার। সঞ্চালক হিসেবে ছিলেন আরিয়েল রদ্রিগেজ।
কাতারে গত ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা, তারপর জীবনটা কীভাবে পাল্টে গেল—এসব নিয়েই কথা বলেছেন আর্জেন্টিনার এ মিডফিল্ডার। আর সেসব কথা বলতে গিয়ে মজার এক তথ্যও দিয়েছেন ম্যাক অ্যালিস্টার। তাঁর বাসার ওয়াই–ফাই পাসওয়ার্ড বলে দিয়েছেন।
বিশ্বকাপ জয় নিয়ে কথা বলার এক ফাঁকে ওয়াই–ফাই পাসওয়ার্ডের প্রসঙ্গ তুলেছেন এদুল। আর্জেন্টাইন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, সঞ্চালক রদ্রিগেজের কাছে ম্যাক অ্যালিস্টারের বাসার ওয়াই–ফাই পাসওয়ার্ড জানতে চান এদুল। ২৪ বছর বয়সী ব্রাইটন তারকা প্রশ্নটি শুনেই হেসে ফেলেন। এরপর বলেন, ‘১২/১৮/২০২২।’
কিছু বোঝা গেল? ম্যাক অ্যালিস্টার যে পাসওয়ার্ড বলেছেন, সেটি তো একটি তারিখ। আর্জেন্টিনার সমর্থক থেকে অন্য দলের সমর্থকেরা নিশ্চয়ই ধরতে পেরেছেন! গত বছর ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেদিনের তারিখটাই বাসার ওয়াই–ফাইয়ের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছেন ম্যাক অ্যালিস্টার। তা শুনে এদুলের প্রতিক্রিয়া, ‘অসাধারণ’। রদ্রিগেজ যোগ করেন, ‘এটা সব সময়ই মনে থাকবে।’
ম্যাক অ্যালিস্টার তখন ব্যাখ্যা করলেন, ‘এই স্মৃতি কখনো ভুলব না। কাতার থেকে ফেরার পর পাসওয়ার্ড পাল্টেছি।’
কাতার থেকে ফেরার পর বিশ্বকাপ ফাইনালের পুরোটা আর দেখেননি ম্যাক অ্যালিস্টার। বলেছেন, ‘পুরোটা আর দেখা হয়নি, তবে সবকিছু মাথায় আছে।’ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বাদ পড়া নিয়েও কথা বলেছেন ম্যাক অ্যালিস্টার, ‘পাওলো ও আমি ফোনে খেলা দেখছিলাম। বাইরে কয়েকজন টিভিতে দেখছিল। ওরা আমাদের চেয়ে আগে দেখেছে সবকিছু। তাই উল্লাসটা আগে করেছে। স্কালোনি বের হয়ে এসে জানতে চান, আমরা কী নিয়ে উল্লাস করছি? আমাদের যে এখন জিততে হবে, সেই চাপটা মনে করিয়ে দেন। আমরা বাইরে শান্ত থাকলেও মনের ভেতরে খুশির ফোয়ারা ছুটেছিল।’
২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন আছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি থেকে প্রায় সবাই মেসি ও দি মারিয়ার ২০২৬ বিশ্বকাপে খেলার পক্ষে।
ম্যাক অ্যালিস্টারও সে কথাই জানালেন, ‘আমি চাই মেসি পরের বিশ্বকাপে খেলুক। ৪০–৪৫ বছর বয়সেও যে সে বিশ্বসেরাই থাকবে, সে বিষয়ে আমি নিশ্চিত। সে কতটা পেশাদার, তা সবাই জানে। আর তার জন্য আমাদের দৌড়াতেও কোনো সমস্যা নেই।’