বেঞ্চ গরম করে ক্ষুব্ধ রোনালদো

ম্যান সিটির কাছে ইউনাইটেডের হারের ম্যাচে বেঞ্চেই বসে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোএএফপি

ম্যানচেস্টার ডার্বিতে ম্যান সিটির কাছে ইউনাইটেডের ৬-৩ গোলের হার বেঞ্চে বসেই দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে রোনালদোকে বসিয়ে রাখা নিয়ে তোপের মুখে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ডাচ কোচের দাবি ছিল, রোনালদোর সম্মান রক্ষার্থেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাঁকে মাঠে নামানো হয়নি। নিজের সেই অবস্থান থেকে সরে না এলেও টেন হাগ এবার স্বীকার করেছেন, বেঞ্চে বসে থাকা নিয়ে ক্ষুব্ধ রোনালদো। এ সময় তিনি জানুয়ারিতে রোনালদোর সম্ভাব্য দলবদল নিয়েও কথা বলেছেন।

রোনালদোর সম্মান রক্ষায় টেন হাগের বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। সাবেক ইউনাইটেড অধিনায়ক রয় কিন বলেছিলেন, রোনালদোর মতো খেলোয়াড়কে বসিয়ে রাখা তাঁর জন্য অপমান। পর্তুগিজ তারকা যে নিজেও ভিন্ন কিছু ভাবেন না, সেটি টেন হাগের কথাতেই স্পষ্ট, ‘রোববারের ম্যাচে (ম্যান সিটির বিপক্ষে) খেলতে না পেরে সে খুশি না। তবে প্রশ্ন হচ্ছে, যখন সে দলের সঙ্গে থাকে, তখন তার মেজাজ কেমন থাকে সেটা। সে সুখী কি না! অবশ্যই সে খেলতে চায়, খেলতে না পারা নিয়ে সে ক্ষুব্ধ।’

ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে রোনালদো
টুইটার

ম্যান সিটির বিপক্ষে ম্যাচের পর থেকে জোর গুঞ্জন জানুয়ারিতেই ইউনাইটেড ছাড়তে পারেন রোনালদো। তবে ম্যাচ হারার সঙ্গে রোনালদোর ক্লাব ছাড়ার কোনো যোগ দেখেন না টেন হাগ, ‘আমি দুটো বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক দেখি না। দল যখন ৪-০, ৫-১, ৬-১ ব্যবধানে পিছিয়ে, তখন সম্মান দেখিয়েই তাকে নামাইনি। ভবিষ্যতে বা জানুয়ারিতে কিংবা পরের বছর কী ঘটবে, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

মাঠে নামতে না পেরে ক্ষুব্ধ হলেও, ‘রেড ডেভিল’ শিবিরে নাকি আনন্দেই আছেন রোনালদো। টেন হাগ আরও যোগ করে বলেছেন, ‘আমি তাকে অখুশি দেখছি না। সে সুখে আছে। ভালোভাবে অনুশীলন করছে এবং উপভোগ করছে। সবাই ভালোভাবে অনুশীলন করছে। দল বেশ উজ্জীবিত।’

রোনালদোকে অখুশি দেখছেন না টেন হাগ
টুইটার

রোনালদোর সঙ্গে টেন হাগের কী আলাপ হয়েছে জানতে চাইলে, সেটা অবশ্য খোলাসা করেননি সাবেক এই আয়াক্স কোচ। তিনি বলেছেন, ‘খেলোয়াড়দের সঙ্গে আমার আলাপ নিয়ে কখনোই কথা বলি না। এটা আমাদের নিজস্ব ব্যাপার। ক্রিস্টিয়ানোর ব্যাপারে আমরা সবাই জানি, সে কতটা লড়াকু। যখন সে খেলে না, তখন অবশ্যই আনন্দে থাকে না। তবে আমি এরই মধ্যে বলেছি, আবার বলছি, সে ভালোভাবে অনুশীলন করছে এবং ভালো মেজাজে আছে। এটাই আমরা চাই।’