২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পিছিয়ে পড়েও দুই ব্রাজিলিয়ানের গোলে জিতল রিয়াল

রিয়ালের জয়সূচক গোলদাতা এদের মিলিতাওকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাসছবি: রয়টার্স

মাদ্রিদের দলগুলোর মাঠে সর্বশেষ দুই ম্যাচের একটিতেও হারেনি এস্পানিওল। রিয়াল মাদ্রিদের মাঠে আজ তারা ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার পর এটা হয়তো অনেকেরই আবার নতুন করে মনে পড়েছে। কিন্তু এস্পানিওলের আজকের প্রতিপক্ষ যে রিয়াল মাদ্রিদ! এস্পানিওলের বিপক্ষে সর্বশেষ ১৭ ম্যাচের ১৫টিতেই জিতেছে তারা, ড্র করেছে বাকি দুটি। আর ঘরের মাঠে এই প্রতিপক্ষের বিপক্ষে লা লিগায় খেলা ৮ ম্যাচের সবকটিতেই জিতেছে তারা।

দলটি রিয়াল বলেই ৮ মিনিটে পিছিয়ে পড়েও দমে যায়নি। প্রথমার্ধেই ২ গোল করে এস্পানিওলের বিপক্ষে ম্যাচটি ৩–১ ব্যবধানে জিতেছে রিয়াল। সান্তিয়াগো বার্নব্যুর দলটি সমতায় ফিরেছে ২২ মিনিটে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের গোলে। ৩৯ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলটি করেছেন আরেক ব্রাজিলিয়ান, ডিফেন্ডার এদের মিলিতাও। যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি মার্কো আসেনসিওর।

আরও পড়ুন
রিয়ালকে সমতায় ফেরানো গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়ার (মাঝে)
ছবি: রয়টার্স

নিজেদের মাঠে ম্যাচের প্রথম আক্রমণটা করে রিয়ালই। কিন্তু ৮ মিনিটে সবাইকে চমকে দিয়ে এস্পানিওলকে এগিয়ে দেন হোসেলু। গোলটির আক্রমণের শুরুটা করেছিলেন সের্হি গোমেজ। ডান প্রান্তে লম্বা ক্রস বাড়ান তিনি সানচেজকে উদ্দেশ করে। সেই ক্রস ধরে কামাভিঙ্গাতে ফাঁকি দেন সানচেজ। ডান প্রান্ত থেকে তিনি নিচু পাস দেন হোসেলুকে। এরপর ঠাণ্ডা মাথায় থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি।

গোল খেয়ে যেন আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। ১৪ মিনিটে গোলও পেয়ে যেতে পারত তারা। কিন্তু কামাভিঙ্গার শট দারুণ দক্ষতায় সেভ করেন এস্পানিওলের গোলকিপার পাচেকো। কিন্তু ২২ মিনিটে আর ভিনিসিয়ুসকে ঠেকাতে পারেননি। বাঁ প্রান্তে টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে ঢুকে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর পোস্টের ডানপ্রান্ত দিয়ে দারুণ এক শটে গোলটি করেন তিনি।

আরও পড়ুন
এস্পানিওলের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন ভিনিসিয়ুস
ছবি: রয়টার্স

৩৯ মিনিটে মিলিতাওয়ের গোলটিতেও পরোক্ষ অবদান ছিল ভিনিসিয়ুসের। বাঁ পাশে অসাধারণ এক পাসে চুয়ামেনিকেবল বাড়ান তিনি। চুয়ামেনির ক্রস থেকে দুর্দান্ত এক হেডে ব্যবধান ২–১ করেন মিলিতাও।

এরপর আরও কয়েকটি ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রিয়াল। এরই একটি থেকে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলের শেষ গোলটি করেছেন আসেনসিও। গোলটিতে সহায়তা করেছেন নাচো। এই জয়ের পর ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬২।

আরও পড়ুন