ধর্মঘটে যেতে পারেন ফুটবলাররা, সিটি মিডফিল্ডারকে সমর্থন রিয়াল গোলকিপারের
ঠাসা সূচিতে বেশি বেশি ম্যাচ খেলার কারণে ফুটবলারদের ধর্মঘট ডাকার সম্ভাবনা বাড়ছে। এ বিষয়ে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি যে মত প্রকাশ করেছিলেন, রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া তা সমর্থন করেছেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রদ্রি জানান, ফুটবলের ঘন সূচির কারণে খেলোয়াড়েরা ধর্মঘটের কাছাকাছি পৌঁছে গেছেন, ‘আমার মনে হয় এটা খেলোয়াড়দের সাধারণ মতে পরিণত হয়েছে যে যদি এভাবেই চলতে থাকে, তাহলে একটা সময়ে গিয়ে ফুটবলারদের এটা করা ছাড়া অন্য কোনো উপায়ও থাকবে না।’
রিয়াল মাদ্রিদ ও সিটি—দুই দলই নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে খেলছে। ক্লাব ফুটবলের মৌসুম শেষ হওয়ার পর আগামী গ্রীষ্মে যুক্ত ফিফা ক্লাব বিশ্বকাপেও অংশ নেবে দুই দল। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিকে ২০২৪–২৫ মৌসুমে ৭০–এর বেশি ম্যাচ খেলতে হতে পারে।
স্প্যানিশ স্ট্রিমার ইবাই লানোসকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কোর্তোয়া। সাবেক বেলজিয়াম অধিনায়ককে ব্যস্ত সূচি প্রসঙ্গে রদ্রির কথা মনে করিয়ে দিলে সমর্থনসূচক জবাবই দিয়েছেন, ‘রদ্রি ঠিকই বলেছে। এখন অনেক খেলা। একজন দর্শক সেরা খেলাটাই দেখতে চায়। আমাদের এখন ভারসাম্য খুঁজতে হবে। কারণ, ইদানীং খুব বেশি ম্যাচ হচ্ছে। চোটের সংখ্যাও বাড়ছে।’
চলতি মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপসহ মোট ৭টি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রিয়াল মাদ্রিদ। ক্লাব ফুটবলের বাইরে বেশির ভাগ খেলোয়াড়কে জাতীয় দলের হয়ে খেলতে হয়, যেখানে আছে উয়েফা নেশনস লিগ বা বিশ্বকাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ খেলা। একজন খেলোয়াড়ের পক্ষে সব ম্যাচে ভালো খেলা কঠিন মন্তব্য করে কোর্তোয়া বলেন, ‘(এ বছর) নেশনস লিগ আর ক্লাব বিশ্বকাপের ম্যাচ যোগ হয়েছে। মানুষ বলে আমরা তো অনেক টাকা পাচ্ছি। অভিযোগ করতে পারো না। এটা সত্য। কিন্তু আমাদের একটা ভারসাম্য খুঁজে বের করতে হবে। কারণ, সেরা খেলোয়াড়েরা সব সময় খেলতে পারবে না।’