স্লোভেনিয়া ১ : ১ সার্বিয়া
প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে এমনিতেই খাদের কিনারে চলে গিয়েছিল সার্বিয়া। মিউনিখে আজ খাদের সেই কিনার থেকে নিজেদের কিছুটা ওপরে তুলে এনেছে তারা। স্লোভেনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দ্রাগান স্তয়কোভিচের দল। এই জয়ে বেঁচে রইল তাদের শেষ ষোলোতে যাওয়ার আশা।
প্রথমার্ধে খুব একটা ভালো না খেললেও নিজেদের জালটা অক্ষত রাখতে পেরেছিল সার্বিয়া। তবে ৬৯ মিনিটে গোল খেয়ে হারের শঙ্কা জাগিয়ে তোলে তারা। সেই শঙ্কা দূর হয় যোগ করা সময়ের শেষ মিনিটে।
৬৯ মিনিটে স্লোভেনিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন জান কারনিচনিক। নিজেদের অর্ধে বল পেয়ে স্প্রিন্টারের গতিতে এগিয়ে যান স্লোভেনিয়ার ডিফেন্ডার। অনেকটা দূর গিয়ে কারনিচনিক বল দেন তিমি এলসনিককে। পাসটি দিয়ে সামনে এগিয়ে যান। সেখানে তাঁকে ফিরতি পাস দেন এলনিক, সেই পাস থেকে বল ঠান্ডা মাথায় জালে জড়ান কারনিচনিক।
স্লোভেনিয়া অবশ্য এগিয়ে যেতে পারত প্রথমার্ধেই। পুরো প্রথমার্ধেই দুর্দান্ত খেলা স্লোভেনিয়া সেই সুযোগ পেয়েছিল ৩৮ মিনিটে। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া এলসনিকের তীব্র গতির শট পোস্টে লেগে ফিরে আসে। গোল করতে না পারলেও সার্বিয়ার দুই বিপজ্জনক ফরোয়ার্ড মিত্রোভিচ-ভ্লাহোভিচকে আটকে রাখতে পারে সার্বিয়ার রক্ষণ।
দ্বিতীয়ার্ধেও নিজেদের রক্ষণটা ভালোভাবে রক্ষা করেই যাচ্ছিল সার্বিয়ানরা। শেষ পর্যন্ত অবশ্য তা পারেনি তারা। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে কর্নার পেয়ে যায় সার্বিয়া। ইলিচের করা কর্নার থেকে দুর্দান্ত এক হেডে ইয়ান ওবলাককে ফাঁকি দিয়ে দলকে ড্র এনে দেন জোভিচ। খুব কাছে গিয়েও ইউরোতে নিজেদের ইতিহাসে প্রথম জয়টি পেল না স্লোভেনিয়া।
এই ড্রয়ের পর ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে আছে সার্বিয়া। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে স্লোভেনিয়া। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ডেনমার্ক। নিজেদের প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে গ্রুপের শীর্ষে।