এমবাপ্পের কাছে আরও গোল চান আনচেলত্তি
১২ ম্যাচে ৮ গোল—রিয়াল মাদ্রিদের হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। এই ৮ গোল কিলিয়ান এমবাপ্পের। ফরাসি তারকার তুলনায় ভিনিসিয়ুস জুনিয়র আর রদ্রিগো অনেক পিছিয়ে। ভিনিসিয়ুস ১৩ ম্যাচ খেলে করেছেন ৫ গোল, রদ্রিগোর গোল ১২ ম্যাচে মাত্র ৩টি।
এ কারণেই আজ চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পের কাছেই গোলের চাহিদা বেশি রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। এ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, এমবাপ্পের কাছে ড্রিবলিং করে প্রতিপক্ষের রক্ষণকে চাপে ফেলার কাজ চান না তিনি। ফরাসি স্ট্রাইকারের কাছে চান গোল।
এমবাপ্পের কাছে নিজের চাওয়ার বিষয়ে আনচেলত্তি বলেছেন, ‘প্রেসিংয়ের চেয়ে আমি তার কাছে বেশি চাই গোল। সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে কোনো পরিবর্তন আসছে না। আমি করিম বেনজেমার কাছে যা চাইতাম, তার কাছেও সেটাই চাই।’
রিয়ালের আক্রমণে গত মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহাম। পিএসজি থেকে এমবাপ্পেকে দলে ভেড়ানোয় এ মৌসুমে বেলিংহামের ভূমিকায় কিছুটা পরিবর্তন এসেছে। গোল করার চেয়ে খেলা তৈরিতেই তাঁকে বেশি কাজে লাগাচ্ছেন আনচেলত্তি। এ কারণেই হয়তো এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচে কোনো গোল নেই তাঁর, অ্যাসিস্ট ২টি।
বেলিংহামের ভূমিকা এবং কাজ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমরা তার কাজে সন্তুষ্ট। কারণ, মাঠে সে অনেক পরিশ্রম করে। সে প্রতিদ্বন্দ্বিতা করে, লড়াই করে, নিজেকে বিলিয়ে দেয়।’ আনচেলত্তি এরপর যোগ করেন, ‘এটা সত্য যে গত বছরের মতো এবার সে গোল করেনি। এতে কোনো বিস্ময় নেই। আক্রমণভাগে আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তাই সে মাঠে এখন যেটা করছে, সেটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।’