নেইমারকে নিয়ে আবার চোটের শঙ্কায় আল হিলাল
আল হিলালে নেইমার পা-ই রেখেছিলেন চোট নিয়ে। সৌদি আরবের ক্লাবটিতে নাম লেখানোর পর হালকা সেই চোট নিয়ে ব্রাজিলের হয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছেন নেইমার। বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের পেলের রেকর্ডও নিজের করে নিয়েছেন।
ব্রাজিলের দায়িত্ব শেষ করে নেইমার ফিরেছেন সৌদি আরবে। আল হিলাল সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবের ফুটবলে অভিষেক হয় নেইমারের। সৌদি প্রো লিগে ঘরের মাঠে আল রিয়াদের বিপক্ষে ৬-১ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা নেইমার অবশ্য গোল না পেলেও গোলে সহায়তা করেছেন।
আল হিলালের সমর্থকেরা এখন অপেক্ষায় আছেন নেইমারকে পুরো ছন্দে দেখার। তাঁর পায়ের জাদুতে মুগ্ধ হওয়ার অপেক্ষা করছেন তাঁরা। কিন্তু সেটার জন্য হয়তো আবার অপেক্ষার প্রহর গোনা শুরু করতে হতে পারে আল হিলালের সমর্থকদের।
কারণ, নেইমারকে নিয়ে যে আবার চোটের শঙ্কায় আছেন আল হিলালের কোচ জর্জ জেসুস। আল হিলাল আজ রাতেই আবার মাঠে নামছে। বাংলাদেশ সময় আজ রাত ১২টায় এএফসি চ্যাম্পিয়নস লিগে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগান।
এই ম্যাচে নেইমার খেলবেন কি না, এমন এক প্রশ্নের উত্তরে জেসুস বলেছেন, ‘আজকের অনুশীলনের পর আমরা সিদ্ধান্ত নেব, বিদেশি খেলোয়াড়দের মধ্যে কোন পাঁচজন খেলবে। নেইমার আর মাইকেলের হালকা অস্বস্তি আছে এবং এটা নিশ্চিত হতে হবে যে তারা ম্যাচটি খেলার জন্য শতভাগ ফিট আছে।’