প্রিমিয়ার লিগে জমাট লড়াই, ইতালি–ফ্রান্সে প্রতিদ্বন্দ্বিতাই নেই

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্নকে হারানোর পর এক লাৎসিও সমর্থকের হাতে ক্লাবের প্রতীক ঈগলএএফপি
ইউরোপীয় ক্লাব ফুটবলে গত সপ্তাহে শুরু হয়েছে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের শেষ ষোলোর খেলা। এর মধ্যেও ছিল লিগের ম্যাচ। সপ্তাহটিতে সবচেয়ে বেশি ভুগেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদও। এ দিকে ইতালিয়ান সিরি ‘আ’ এবং ফ্রেঞ্চ লিগ আঁ অনেকটা শিরোপা–প্রতিদ্বন্দ্বিতাহীন লিগে পরিণত হয়েছে। একটিতে ইন্টার মিলান, আরেকটিতে পিএসজি লিগ জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে গেছে।

সিটির হোঁচট, শীর্ষে লিভারপুলই

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে ডেনিশ ক্লাব কোপেনহেগেনকে ৩–১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে পেপ গার্দিওলার দল হোঁচট খেয়েছে প্রিমিয়ার লিগে। ইতিহাদে গিয়েও সিটিকে জিততে দেয়নি চেলসি, শেষ দিকে রদ্রির গোলে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগে সিটি বাকি প্রথম তিনের বাকি দুই দলই গত সপ্তাহে বড় জয় পেয়েছে। লিভারপুল ব্রেন্টফোর্ডকে হারায় ৪–১ ব্যবধানে, বার্নলির বিপক্ষে আর্সেনালের জয় ৫–০ গোলে

বার্সেলোনার কষ্টের জয়, রিয়ালের ড্র

পুরো সপ্তাহে একটা ম্যাচও খেলেনি জিরোনা। লা লিগা পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দলটি ৮ দিনের বিরতির পর মাঠে নামবে আজ। জিরোনা না খেললেও রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা খেলেছে একটি করে ম্যাচ। সেলতা ভিগোর বিপক্ষে রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে ২–১ ব্যবধানে জিতেছে বার্সা। দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের শেষ দিকে, পেনাল্টিতে। তবে রায়ো ভায়েকানোর সঙ্গে ১–১ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। পয়েন্ট খোয়ানোর পরও অবশ্য লা লিগায় শীর্ষেই আছে কার্লো আনচেলত্তির দল।

আরও পড়ুন

ইন্টারকে ঠেকানোর কেউ নেই

সিরি ‘আ’য় মৌসুমের অনেকটা সময় ইন্টার মিলানকে চাপের ওপর রেখেছিল জুভেন্টাস। কিন্তু সেই চাপ গত সপ্তাহে প্রায় ‘নেই’ হয়ে গেছে। এ সময়ে দুটি ম্যাচ খেলেছে জুভেন্টাস। একটিতে ড্র করেছে, আরেকটিতে হেরেছে। বিপরীতে এক ম্যাচ খেলে সেটিতেই ৩ পয়েন্ট তুলেছে ইন্টার মিলান। সব মিলিয়ে সপ্তাহ শেষে যে পয়েন্ট তালিকা, তাতে জুভেন্টাসের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে ইন্টার, তা–ও এক ম্যাচ কম খেলেই।

পিএসজির জয়রথ ছুটছেই

আবারও বড় ব্যবধানে এগিয়ে থেকেই ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র শিরোপা জেতার পথে পিএসজি। লিগে লড়াই যা হচ্ছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে। যেখানে ওলট-পালট ঘটছে প্রতি সপ্তাহেই। আর এর প্রভাবে পিএসজি এগিয়ে যাচ্ছে আরও বড় ব্যবধানে। গত সপ্তাহে দুইয়ে থাকা নিস এখন তিনে, তাদের টপকে গেছে ব্রেস্ত। আর গত সপ্তাহে পিএসজি এগিয়েছিল ১১ পয়েন্টে, এবার সেটা দাঁড়িয়েছে ১৩-তে।

আরও পড়ুন

আরও খাদে বায়ার্ন

প্রথমবারের মতো বুন্দেসলিগা জেতার স্বপ্ন এখন দেখতেই পারে বায়ার লেভারকুসেন। আগের সপ্তাহে বায়ার্নের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থাকা দলটি এবার সেটি ৮ পয়েন্টে উন্নীত করেছে। এখানে মুখ্য ভূমিকা অবশ্য বায়ার্নেরই। লিগে টানা দ্বিতীয় আর সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ হেরেছে টমাস টুখেলের দল, যার সর্বশেষটি রোববার রাতে বোখুমের কাছে ৩–২ ব্যবধানে

আরও পড়ুন