পেলের জার্সি ক্রাইস্ট দ্য রিডিমারের গায়ে
পেলে মারা গেছেন এক বছর হয়ে গেল। ‘ফুটবলের রাজা’ ওপারে পাড়ি জমালেও ব্রাজিলিয়ানদের মনের মণিকোঠায় যে আজীবন রয়ে যাবেন, সেটার নিদর্শন দেখা গেল কাল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে।
পেলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্রাজিলের মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। সবচেয়ে বড় আয়োজন দেখা গেছে ব্রাজিলের অন্যতম প্রধান শহর রিও ডি জেনিরোতে। রিওর প্রতীক হিসেবে পরিচিত ক্রাইস্ট দ্য রিডিমারকে গত রাতে পেলের ১০ নম্বর জার্সিতে সাজানো হয়। সেখানে তাঁর বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের প্রশংসা করে লেখা পোপ ফ্রান্সিসের একটি চিঠিও পড়ে শোনায় স্থানীয় অর্কেস্ট্রা দল।
ক্রাইস্ট দ্য রিডিমারকে পরানো পেলের বিখ্যাত জার্সিটি কাপড়ের তৈরি নয়। আসলে লেজার শোর মাধ্যমে পুরো প্রক্রিয়া ফুটিয়ে তোলার জন্যই দিনের পরিবর্তে রাতে এ আয়োজন করা হয়। সেই মুহূর্তের ছবি ক্রাইস্ট দ্য রিডিমারের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লেখা হয়েছে, ‘ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানানোর রাত। এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যিনি বিশ্বজুড়ে পেলে নামে পরিচিত। শতাব্দীর সেরা ক্রীড়াবিদ ঠিক এক বছর আগে আমাদের ছেড়ে চলে যান। তাঁকে শ্রদ্ধা জানাতে পেলে ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। এর সঙ্গে পোপের একটি বার্তাও আছে।’
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে মারা যান পেলে। তাঁকে বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থল সান্তোসের একুমেনিক্যাল মেমোরিয়াল সিমেট্রিতে সোনার কফিনে সমাহিত করা হয়।