টাইব্রেকারের আগে কেন খেলোয়াড়দের বৃত্তে ছিলেন না, ব্যাখ্যা দিলেন দরিভাল

ম্যাচ শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন ব্রাজিলে কোচ দরিভাল জুনিয়র (বাঁয়ে)এএফপি

উরুগুয়ের সঙ্গে ব্রাজিলের ম্যাচটি টাইব্রেকারে গড়ানোর পর সম্প্রচারের ক্যামেরা বারবার দেখাচ্ছিল দুই দলের ডাগআউট। দুই দলের ডাগআউটে একটা পার্থক্য তখন স্পষ্ট হয়ে ধরা দেয়।

এক পাশে উরুগুয়ের ডাগআউটে দলটির খেলোয়াড়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছেন আর কোচ মার্সেলো বিয়েলসা কথা বলছেন। কোচের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন উরুগুয়ের খেলোয়াড়েরা। অন্য পাশে ব্রাজিলের ডাগআউটের সামনের দৃশ্যটা ছিল ভিন্ন—খেলোয়াড়েরা গোল হয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন আর কোচ দরিভাল জুনিয়র সেই বৃত্তের বাইরে।

ব্রাজিল কোচ দরিভাল বাইরে থাকলেও খেলোয়াড়দের বৃত্তের ভেতরে ছিলেন সহকারী কোচ লুকাস সিলভেস্ত্রে। ব্রাজিলের সহকারী কোচ সিলভেস্ত্রে আবার দরিভালেরই ছেলে। তা যা–ই হোক, সমালোচনা হচ্ছে অমন সময়ে দরিভালের খেলোয়াড়দের গড়া বৃত্তে না থাকা নিয়ে।

আরও পড়ুন

এমনকি খেলোয়াড়দের বৃত্তের বাইরে দরিভালের ঘোরাঘুরি করার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়ে গেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। সেখানে এর ব্যাখ্যাও দিয়েছেন দরিভাল।

সংবাদ সম্মেলনে দরিভাল বিষয়টি নিয়ে বলেছেন, ‘আমি বাইরে ছিলাম। কারণ, আমার মনের মধ্যে কী আছে তা নিয়ে তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলছিলাম। শট নেওয়ার পাঁচজনের তালিকা তৈরি হয়ে যাওয়ার পর আমি কথা বলছিলাম আমাদের করা অনুশীলন নিয়ে।’

দরিভাল ব্যাখ্যা দিতে গিয়ে এখানেই থামেননি। তিনি এরপর বলেছেন, ‘আমরা অরল্যান্ডো আসার পর প্রথম দিন থেকেই অনুশীলন করছি। আমরা পেনাল্টি নিয়ে অনুশীলন করেছি। কারণ, আমরা জানতাম যে ম্যাচের ফলে এটারও প্রয়োজন হতে পারে।’

আরও পড়ুন