৩৩ বছর বয়সেই ফুটবলকে বিদায় বললেন থিয়াগো
চোটের সঙ্গে নিরন্তর লড়াইয়ে অবশেষ হার মেনে নিলেন থিয়াগো আলকানতারা। চোটের কারণে ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পারা স্প্যানিশ মিডফিল্ডার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন চুক্তির মেয়াদ শেষে লিভারপুল ছাড়া থিয়াগো।
থিয়াগো সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিতে গিয়ে লিখেছেন, ‘ফুটবলকে ধন্যবাদ। ধন্যবাদ তাঁদেরও, যাঁরা আমাকে এই পথচলায় সঙ্গ দিয়েছেন, আমাকে ভালো খেলোয়াড় ও ভালো মানুষ বানিয়েছেন।’
থিয়াগো আরও লিখেছেন, ‘জীবন আমাকে যা দিয়েছে, আমি চেষ্টা করব সেসব ফিরিয়ে দেওয়ার। (ফুটবলে) যে সময় কাটিয়েছি, তাতে আমি কৃতজ্ঞ। আমি সময়টা উপভোগ করেছি।’
২০২২-২৩ মৌসুমের শেষ দিকে নিতম্বে অস্ত্রোপচার করাতে হয়েছিল থিয়াগোকে। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারির আগে আর ফুটবলে ফিরতে পারেননি। গত ফেব্রুয়ারিতে আর্সেনালের বিপক্ষে বদলি হিসেবে নামার পর আবার চোটে পড়ে ছিটকে যান থিয়াগো। সেটি ছিল লিভারপুলের জার্সিতে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলারের ৯৮তম ম্যাচ।
২০২০ সালে বায়ার্ন মিউনিখ থেকে ৪ বছরের চুক্তিতে লিভারপুলে যোগ দিয়েছিলেন থিয়াগো। লিভারপুল ক্যারিয়ারে একটি এফএ কাপ জেতা থিয়াগো বায়ার্নের হয়ে জিতেছেন বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ।
১৯৯৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের সদস্য মাজিনিওর সন্তান থিয়াগো পেশাদার ক্যারিয়ার শুরু করেন বার্সেলোনার হয়ে। চারটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ২০১৩ সালে বায়ার্নে যোগ দেন থিয়াগো।
মাজিনিও ইতালিয়ান ক্লাব লেচ্চে খেলার সময় ইতালিতে জন্মগ্রহণ করলেও থিয়াগো ১৪ বছর বয়সে বার্সায় যোগ দেন। স্পেনের হয়ে ১০ বছরে ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা থিয়াগোর ভাই রাফিনিয়া অবশ্য আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করেছেন ব্রাজিলের হয়ে।