৭: ০–এর পরতে পরতে যত রেকর্ড

অ্যানফিল্ডে লিভারপুল–ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের স্কোরলাইনরয়টার্স

প্রথম দুটি ম্যাচ হেরে প্রিমিয়ার লিগ শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড গত কিছুদিনে নিজেদের গুছিয়ে এনেছিল। গত সপ্তাহেই তারা জিতেছে লিগ কাপ। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে এরিক টেন হাগের দল।

অন্যদিকে লিভারপুল এ মৌসুমে খেলছে খুবই এলোমেলো ফুটবল। সেই এলোমেলো ফুটবল খেলতে থাকা দলটির কাছেই কি না কাল ৭-০ গোলে উড়ে গেল ইউনাইটেড! ৭-০ গোলের এই স্কোরের পরতে পরতে আছে বেশ কয়েকটি রেকর্ড, যা কারও জন্য আনন্দের, কারও জন্য বেদনার—

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে লিভারপুল। এত দিন ১৮৯৫ সালের অক্টোবরে ৭-১ গোলের জয়টিই ইউনাইটেডের বিপক্ষে ছিল সবচেয়ে বড় ব্যবধানের।

আরও পড়ুন
১৯৩১

প্রতিযোগিতামূলক ফুটবলে যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের হার ইউনাইটেডের। এর আগে ১৯৩১ সালে উলভসের কাছে ৭-০ গোলে হেরেছিল তারা।

৪৮১

এরিক টেন হাগের ৪৮১ ম্যাচের কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যবধানের হার ৭-০।

আরও পড়ুন
১৫

অ্যানফিল্ডে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড লড়াইয়ে সর্বশেষ ১৫টি গোলই করেছে স্বাগতিক দল।

১২৯

গতকালের জোড়া গোলে প্রিমিয়ার লিগে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন মোহাম্মদ সালাহ। ১২৯ গোল করেছেন ২০৫ ম্যাচ খেলে।

আরও পড়ুন

সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টানা ৬ ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় মোহাম্মদ সালাহ।