২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইউনাইটেডকে হারিয়ে ‘নতুন যুগ’ শুরু টটেনহামের

জয়ের পর টটেনহামের খেলোয়াড়দের উদ্‌যাপনছবি: এএফপি

নতুন কোচ অ্যাঞ্জে পোস্তেকগলুর অধীনে প্রথম জয় তুলে নিল টটেনহাম হটস্পার্সস। প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড হওয়ায় হোয়াইট হার্ট লেনের ক্লাবটিতে প্রথম জয় নিশ্চয়ই মনে রাখবেন পোস্তেকগলু। ঘরের মাঠে আজ রোমাঞ্চকর ফুটবল খেলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে টটেনহাম।

আরও পড়ুন

নিজেদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন ক্লাব ছাড়ার পর বেশ ভালো খেলেই প্রথম জয়টি তুলে নিয়েছে টটেনহাম0। যদিও প্রথমার্ধে গোল করতে না পারা এই দাবির পক্ষে বলে না। বিরতির পর ৪৯ মিনিটে কাছ থেকে নেওয়া শটে গোল করেন টটেনহামের সেনেগালিজ ডিফেন্ডার পাপা মাতার সার। এরপর ৮৩ মিনিটের গোলটি আত্মঘাতী। ইভান পেরিসিচের ক্রস থেকে বল নিজেদের জালে জড়ান ইউনাইটেডের ডিফেন্ডারর লিসান্দ্রো মার্তিনেজ। প্রথমার্ধে দুবার ইউনাইটেডের পোস্ট কাঁপিয়েছে টটেনহাম।

ইউনাইটেডও গোলের সুযোগ পেয়েছে। টটেনহামের নতুন গোলকিপার গিলেমো ভিকারিওর পরীক্ষা নিয়েছেন কাসেমিরো ও ব্রুনো ফার্নান্দেজ। পর্তুগিজ মিডফিল্ডার প্রথমার্ধে ফাঁকা পোস্ট পেয়েও বাইরে হেড করেন।

আরও পড়ুন

পেনাল্টির আবেদনে হতাশ হয়েছে দুই দলই। টটেনহামের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর হ্যান্ডবলের দাবিতে পেনাল্টির আবেদন করেছিল ইউনাইটেড। এরপর ইউনাইটেডের বক্সে রোমেরোকে আটকাতে গিয়ে তাঁকে ফেলে দিয়েছিল ইউনাইটেড রক্ষণ। পেনাল্টির আবেদনে হতাশ হতে হয় টটেনহামকেও।

২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশে ইউনাইটেড। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে টটেনহাম। এ দুই ম্যাচেই আক্রমণাত্বক ফুটবল উপহার দিয়েছেন গত জুনে টটেনহাম কোচ হিসেবে নিয়োগ পাওয়া পোস্তেকগলু। এ দুই ম্যাচে ৪ গোল করেছে টটেনহাম।

আত্মঘাতী গোল করেন ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ
ছবি: এএফপি

এরিক টেন হাগের ইউনাইটেডকে সে তুলনায় বিবর্ণ লেগেছে। টটেনহাম মাঝমাঠের দখল নেওয়ার পর হাঁসফাঁস করেছে ইউনাইটেড। কাসেমিরোর সেরাটা পাননি কোচ টেন হাগ। মাঝমাঠের খেলায় তেমন অবদান রাখতে পারেননি ম্যাসন মাউন্ট। প্রথমার্ধে মার্কাস রাশফোর্ডকে র‌্যাবোনা ক্রস দেওয়া ছাড়া আর কোনো ভূমিকা রাখতে পারেননি অধিনায়ক ফার্নান্দেজ। অবশ্য গোল মিসটা পোড়াবে পর্তুগিজ তারকাকে।