২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পড়তি ফর্মের রোনালদোকেও ভয় টটেনহাম কোচের

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদোছবি: টুইটার

ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর সম্ভবত ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেলেছিলেন গত মৌসুমে টটেনহামের বিপক্ষে। মার্চের সেই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিকে ওল্ড ট্রাফোর্ডকে মাতিয়ে তুলেছিলেন পর্তুগিজ তারকা। সেই পারফরম্যান্স এরপর রোনালদোর পায়ে কমই দেখা গেছে। এখন আরও একবার টটেনহামকে সামনে পেলেন রোনালদো।

আগামীকাল রোনালদোর ক্লাব ইউনাইটেডের মুখোমুখি হবে টটেনহাম। এ ম্যাচের আগে রোনালদোকে নিয়ে সতর্ক থাকার কথা বলেছেন লন্ডনের ক্লাবটির কোচ আন্তোনিও কন্তে। বলেছেন, আগের মৌসুমে ইউনাইটেডের কাছে নয়, তাঁরা হেরেছিলেন রোনালদোর কাছেই। এবার আর তেমন কিছুর পুনরাবৃত্তি চান না বলেও জানিয়েছেন তিনি।

টটেনহামের বিপক্ষে ইউনাইটেডের ৩-২ গোলে জেতা সেই ম্যাচে অসাধারণ খেলেছিলেন রোনালদো। ১২ মিনিটে প্রথম গোল করার পর, ৩৮ ও ৮১ মিনিটে ফের লক্ষ্যভেদ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

টটেনহাম কোচ আন্তোনিও কন্তে
ছবি : রয়টার্স

নতুন মৌসুমে রোনালদোর মুখোমুখি হওয়ার আগে সেই ম্যাচটির কথায় মনে করিয়ে দিলেন কন্তে, ‘গত মৌসুমে সে আমাদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিল। আমরা দুর্দান্ত একজন খেলোয়াড় সম্পর্কে কথা বলছি, শীর্ষে থাকা একজন খেলোয়াড় সে। রোনালদো এমন একজন খেলোয়াড়, যেকোনো ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। তার পেশাদারি মনোভাবের জন্য তাকে আমি বেশ পছন্দ করি।’

এবার আর রোনালদোকে জ্বলে উঠতে দিতে চান না বলেও জানালেন টটেনহাম কোচ, ‘আমি আশা করি, সে এই ম্যাচে নিষ্প্রভ থাকবে। গত মৌসুমের মতো কিছু করবে না, যেবার সে হ্যাটট্রিক করেছিল। ম্যাচটিতে আমরা ৩-২ গোলে হেরেছিলাম। আমরা তার কাছে হেরেছিলাম, ইউনাইটেডের কাছে নয়। সেই ম্যাচটি আমার ভালোভাবেই মনে আছে। কারণ, সেদিন সে খুব ভালো খেলেছিল।’

প্রস্তুত হচ্ছেন রোনালদোরা
ছবি: টুইটার

চলতি মৌসুমে অবশ্য দারুণ ছন্দে আছে টটেনহাম। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে কন্তের দল। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে আছে ইউনাইটেড।

আরও পড়ুন

এই ম্যাচ যারা জিতবে, তালিকায় নিজেদের অবস্থানটা আরও দৃঢ় করতে পারবে। আর নিজেকে হারিয়ে খোঁজা রোনালদোও চাইবেন, গত মৌসুমের মতো এবার টটেনহামের বিরুদ্ধে জ্বলে ওঠে পার্থক্য গড়ে দিতে।