পিছিয়ে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল
ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। কিন্তু টুর্নামেন্টটি আপাতত স্থগিত করা হয়েছে। শুধু সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টই নয়, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) তাদের ঘোষিত সব টুর্নামেন্টই আপাতত স্থগিত করেছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের বিভিন্ন টুর্নামেন্টের সূচি বদলাচ্ছে। সে কারণেই সাফ নিজেদের সব টুর্নামেন্টের সূচি নতুন করে সাজাচ্ছে।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল আজ প্রথম আলোকে বলেছেন, ‘অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল। এএফসির ক্যালেন্ডার পরিবর্তনের কারণেই সাফ এ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের সব টুর্নামেন্টের সূচি নতুন করে সাজাব আমরা। আমরা এএফসির ক্যালেন্ডার দেখেই সাফের সূচি নির্ধারণ করি।’
১২ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকায়। বাফুফে চেয়েছিল টুর্নামেন্টটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে। স্টেডিয়ামের সংস্কারকাজ এ মাসে শেষ হলেও ফ্লাডলাইটের কাজ শেষ হচ্ছে না। সেটি ফেব্রুয়ারিতে শেষ হবে কি না, সেটি নিয়েও অনিশ্চয়তা ছিল। জাতীয় ক্রীড়া পরিষদকে বাফুফে অবশ্য অনুরোধ করেছিল, ফেব্রুয়ারির আগেই ফ্লাডলাইটের কাজ শেষ করতে। তবে এখন টুর্নামেন্ট পিছিয়ে গেলে সেই তাড়াহুড়ার কোনো প্রয়োজন আপাতত নেই।
অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টটি কত দিন পেছাতে পারে, সে ব্যাপারে এখনই কিছু বলতে পারছেন না আনোয়ারুল হক হেলাল, ‘আমরা কয়েক দিনের মধ্যেই নতুন সূচি দিয়ে দেব। তবে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ফেব্রুয়ারি মাসে হচ্ছে না, এটা প্রায় নিশ্চিত।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামের ব্যাপারটি পুরোপুরি বাফুফের ব্যাপার বলেই জানিয়েছেন সাফ সাধারণ সম্পাদক, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ চলছে। এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টটি নতুন সূচি অনুযায়ী কোথায় হবে, সেটি পুরোপুরি বাফুফের ব্যাপার। নতুন তারিখ ঘোষণা হলে তারা নিশ্চয়ই সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’