মোহামেডানের জয়রথ ছুটছেই

টানা পাঁচ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই মোহামেডানছবি: বাফুফে

ফর্টিস এফসির বিপক্ষে ম্যাচটাকে কঠিনই বলেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আলফাজ আহমেদ। প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহামেডানকে চ্যালেঞ্জ জানানোর ভালোই সামর্থ্য ছিল ফর্টিসের।

ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখানো দলটা অবশ্য আজ কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে আটকে দিতে পারেনি। ১৭ মিনিটে ইমানুয়েল সানডের গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানের জয়রথ ছুটছেই।

ফর্টিস অবশ্য একেবারে ছেড়ে কথা বলেনি, মোহামেডানকে চ্যালেঞ্জ জানিয়েছে। সানডে, মোজাফফরভদের সঙ্গে বুটে বুট ঠুকে লড়াই করেছেন আবদুল্লাহ ওমর, জাসুর জুমায়েভ, আতিকুর রহমান ফরহাদরা। দলটি গোলের সুযোগও তৈরি হয়েছে। কিন্তু কাজে লাগাতে পারেনি। কুমিল্লায় ফর্টিসকে হারালেও ভাগ্য যে মোহামেডানের জন্য সুপ্রসন্ন ছিল, তা বলতেই হচ্ছে।

গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে ফর্টিস এফসি
ছবি: বাফুফে

মোহামেডানের অধিনায়ক ও দলের প্রাণভোমরা মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে আজ চোটের কারণে খেলতে পারেননি। তাঁর অনুপস্থিতি অনুভব করেছে মোহামেডান।

যদিও ম্যাচের ১৭ মিনিটে পেছন থেকে বাড়ানো লম্বা এক থ্রু ধরে ঘানার আরনেস্ট বোয়েটেং বক্সের মধ্যেই আড়াআড়ি যে ক্রসটি করেন, তা থেকে দলকে এগিয়ে দেন সানডে। আকস্মিক এই গোল ফর্টিসকে কিছুটা থমকে দিলেও পরক্ষণে তারা গুছিয়ে উঠে আক্রমণে উঠেছে। গোল হজমের আগেই ফর্টিস এগিয়ে যাওয়ার দারুণ একটি সুযোগ নষ্ট করে।

আরও পড়ুন

গোল করে এগিয়ে যাওয়া মোহামেডান সুযোগ তৈরি করেছে ঠিকই, কিন্তু সেগুলো ‘হাফ চান্সই’ বলা চলে। গোল হওয়ার মতো পরিস্কার সুযোগ মোহামেডান ৬৫ মিনিটে পেয়েছিল। আরিফ হোসেনের সাজিয়ে দেওয়া বলটি বাইরে মেরে নষ্ট করেন সানডে। এর আগে ৫৪ মিনিটে ফর্টিসের আবদুল্লাহ সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন।

৬৬ মিনিটে ওমর সার মোহামেডানের জালে বল ঠেললেও অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে মোহামেডানের ওপর রীতিমতো চাপই সৃষ্টি করেছিল ফর্টিস। তবে তাদের আক্রমণগুলো বারবারই প্রতিহত হয়েছে রক্ষণে এসে। মেহেদী হাসান, ইমানুয়েল টনি, মাহবুব হোসেনরা চমৎকার খেলেছেন। আরিফ তো বরাবরের মতো আজও ছিলেন দুর্দান্ত। গোলকিপার সাকিব আল হাসান পরিচয় দিয়েছেন নির্ভরতার।

৫ ম্যাচে ৫ জয়ে মোহামেডানের পয়েন্ট এখন ১৫।  বাকি দলগুলোর সঙ্গে ভালো ব্যবধানেই এগিয়ে আছে তারা।

লিগে প্রথম জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স
ছবি: বাফুফে

আজ একই সময়ে হওয়া আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১–০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেছেন শাকিল আলী। লিগে এটিই ঢাকা ওয়ান্ডারার্সের প্রথম জয়। আর টানা পাঁচ হারে পয়েন্ট তালিকার তলানিতেই পড়ে রইল চট্টগ্রাম আবাহনী।

বিকেল সাড়ে ৫টায় দিনের শেষ ম্যাচে নিজেদের মাঠ কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।