‘বার্সেলোনায় ফিরতে মেসি অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে’

গার্দিওলা–মেসি যখন বার্সায় গুরু–শিষ্য ছিলেনছবি : এএফপি

দেড় মাস পরই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। এখন পর্যন্ত যা খবর, প্যারিসের ক্লাবটিতে আর থাকার সম্ভাবনা নেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের।

মেসির পরবর্তী গন্তব্য কোথায়—ফুটবলপ্রেমীদের মুখে মুখে এখন এ প্রশ্ন। বার্তা সংস্থা এএফপি তো পরশু বোমাই ফাটিয়েছিল। চুক্তির সঙ্গে সম্পৃক্ত এক সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছিল, আগামী মৌসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন মেসি।

যদিও মেসির বাবা ও এজেন্ট খবরটি নাকচ করে দিয়ে বলেছেন, তাঁর ছেলের সঙ্গে নতুন কোনো ক্লাবের চুক্তি হয়নি। পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ হলে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

লা লিগার বেতনসীমা–সংক্রান্ত জটিলতা থাকলেও পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফেরার সম্ভাবনা আছে মেসির। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোও দাবি করেছে, এক বছর বার্সায় খেলে সৌদি ক্লাব আল হিলালে নাম লেখাতে পারেন মেসি। পেপ গার্দিওলা মনে করেন, সাবেক ক্লাবে ফিরতে সম্ভাব্য সবকিছু করবেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। শুধু তা–ই নয়, মেসি বার্সায় থেকেই বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবেন বলে বিশ্বাস ম্যানচেস্টার সিটি কোচের।

ইএসপিএনে সাংবাদিক মিগুয়েল সিমনের সঙ্গে আলোচনায় গার্দিওলা তাঁর সাবেক শিষ্য মেসিকে নিয়ে বলেছেন, ‘আমি বার্সার একজন সদস্য। সেখানে আমার দুটি জায়গা রয়েছে। আমাদের (মেসিসহ) বার্সায় থাকাটা ছিল টার্নিং পয়েন্ট। একসঙ্গে আমরা অনেক কিছু জিতেছি। সে না থাকলে এটা সম্ভব হতো না। আমি শুধু শিরোপার সংখ্যা বলছি না। বলছি খেলার সৌন্দর্য, মাঠে প্রভাব বিস্তার, নান্দনিকতা, কার্যকারিতা নিয়ে। আমার মনে হয়, বার্সেলোনায় ফিরতে সে অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে।’

আরও পড়ুন

মেসি বার্সা ছাড়তে পারেন, কখনো কল্পনা করেননি গার্দিওলা, ‘শুধু আমি কেন, কেউই ভাবেনি (বার্সার সঙ্গে) ওর সম্পর্ক এভাবে শেষ হতে পারে। ক্লাবের মাহাত্ম্য বাড়াতে সে অনেক সহায়তা করেছে।’

প্রিয় শিষ্যকে একদিন প্রাপ্য বিদায় দিতে পারবেন বলে বিশ্বাস গার্দিওলার, ‘যে ক্লাবকে এত বড় করে তোলে, তাকে সেভাবেই বিদায় জানানো উচিত। সে সর্বকালের সেরা ফুটবলার। আমার আশা, একদিন আমরা ওকে প্রাপ্য বিদায় জানাতে পারব।’

আরও পড়ুন