এফএ কাপে রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি বাবা-ছেলে
নাহ্, কোনো গল্প, উপন্যাস বা চলচ্চিত্রে নয়, সত্যিই বাবা-ছেলে এবার মুখোমুখি হবেন ফুটবল মাঠে। তা–ও আবার যেনতেন কোনো প্রতিযোগিতায় নয়, ইংলিশ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর এফএ কাপে। বাবা-ছেলের আসন্ন এই লড়াইকে বলা হচ্ছে, স্বপ্নিল এক পারিবারিক দ্বৈরথ।
এফএ কাপের ড্রতে নির্ধারিত হয়েছে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন খেলবে লিগ ওয়ানের ক্লাব পিটারবরো ইউনাইটেডের বিপক্ষে। আর এই ম্যাচেই মুখোমুখি হবেন বাবা অ্যাশলি ইয়াং ও ছেলে টাইলার ইয়াং।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার ইয়াং বর্তমানে খেলেন এভারটনে। অন্য দিকে তাঁর ১৮ বছর বয়সী ছেলে টাইলার খেলেন পিটারবরোতে।
এ বছরের ৮ অক্টোবর ইএফএল ট্রফিতে স্টিভেনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় টাইলারের। আর এখন অভিষেকের তিন মাসের অপেক্ষায় আছেন বাবার বিপক্ষে মাঠে নামার। আগামী মাসে এভারটনের মুখোমুখি হওয়ার জন্য তাদের মাঠ গুডিসন পার্কে যাবে পিটারবরো। সব ঠিকঠাক থাকলে সেদিনই মাঠে দেখা যেতে পারে বাবা ছেলের দ্বৈরথের।
ছেলের সঙ্গে মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকা ইয়াং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হতে পারে।’ ছেলে টাইলার এখনো পায়ের নিচে মাটি খুঁজে বেড়ালেও, ৩৯ বছর বয়সী বাবা ইয়াংয়ের রয়েছে বর্ণাঢ্য এক ক্যারিয়ার। ওয়াটফোর্ড, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইন্টার মিলানের মতো ক্লাবে খেলা ইয়াং সব মিলিয়ে খেলেছেন ৭২৪ ম্যাচ।
সাম্প্রতিক সময়ে বাবা-ছেলেকে একসঙ্গে দেখা গেছে বাস্কেটবলের মঞ্চেও। যদিও প্রতিপক্ষ হিসেবে নয়, একই দলের হয়ে খেলেছে দুজন। গত অক্টোবরে এনবিএর রেগুলার সিজনে একসঙ্গে দেখা যাওয়া এ জুটি হলেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস ও তাঁর ছেলে ব্রোনি জেমস।