আজ রাতের ব্যালন ডি’অর নিয়ে জানার আছে যা
বছর ঘুরে সেই রাতটা আবার এল বলে...। যে রাত একজন ফুটবলারকে বর্ষসেরার মর্যাদা দেয়, আরও মহিমান্বিত করে তোলে; সেই ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে আজ রাতে। এবারের ব্যালন ডি’অরের জন্য গত ৪ সেপ্টেম্বর ৩০ জনকে মনোনীত করে এই পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল।
এবার পুরস্কার দেওয়ার ক্ষেত্রে গত বছরের ১ আগস্ট থেকে এ বছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এটি হতে চলেছে ব্যালন ডি’অরে ৬৮তম আয়োজন।
কখন: ২৮ অক্টোবর ২০২৪, সোমবার
অনুষ্ঠান শুরু: বাংলাদেশ সময় রাত ১টা
কোথায়: থিয়েটার দু শাতলে, প্যারিস
দেখাবে: সনি স্পোর্টস টেন ২, সনি লিভ
যেসব পুরস্কার দেওয়া হবে
বর্ষসেরা পুরুষ ফুটবলার (ব্যালন ডি’অর)
বর্ষসেরা নারী ফুটবলার (ব্যালন ডি’অর ফেমিনিন)
বর্ষসেরা তরুণ ফুটবলার (কোপা ট্রফি)
বর্ষসেরা গোলকিপার (ইয়াশিন ট্রফি)
সর্বোচ্চ গোলদাতা (গার্ড মুলার ট্রফি)
বর্ষসেরা মানবিক কাজ (সক্রেটিস অ্যাওয়ার্ড)
বর্ষসেরা পুরুষ কোচ
বর্ষসেরা নারী কোচ
ছেলেদের বর্ষসেরা ক্লাব
মেয়েদের বর্ষসেরা ক্লাব
ব্যালন ডি’অরে মনোনীত ৩০
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ)
জুড বেলিংহাম (ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ)
দানি কারভাহাল (স্পেন ও রিয়াল মাদ্রিদ)
আর্লিং হলান্ড (নরওয়ে ও ম্যানচেস্টার সিটি)
ফিল ফোডেন (ইংল্যান্ড ও ম্যানচেস্টার সিটি)
রদ্রি (স্পেন ও ম্যানচেস্টার সিটি)
হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)
হাকান চালহানোলু (তুরস্ক ও ইন্টার মিলান)
রুবেন দিয়াজ (পর্তুগাল ও ম্যানচেস্টার সিটি)
টনি ক্রুস (জার্মানি ও রিয়াল মাদ্রিদ)
আলেক্স গ্রিমালদো (স্পেন ও বায়ার লেভারকুসেন)
আর্তেম দোভবিক (ইউক্রেন ও জিরোনা)
ম্যাটস হুমেলস (জার্মানি ও এএস রোমা)
আদেমোলা লুকমান (নাইজেরিয়া ও আতালান্তা)
এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা)
লাওতারো মার্তিনেজ (আর্জেন্টিনা ও ইন্টার মিলান)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
মার্টিন ওডেগার্ড (নরওয়ে ও আর্সেনাল)
দানি ওলমো (স্পেন ও বার্সেলোনা)
কোল পলমার (ইংল্যান্ড ও চেলসি)
ডেকলান রাইস (ইংল্যান্ড ও আর্সেনাল)
আন্তোনিও রুডিগার (জার্মানি ও রিয়াল মাদ্রিদ)
বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল)
উইলিয়াম সালিবা (ফ্রান্স ও আর্সেনাল)
ফেদেরিকো ভালভের্দে (উরুগুয়ে ও রিয়াল মাদ্রিদ)
ভিতিনিয়া (পর্তুগাল ও পিএসজি)
নিকো উইলিয়ামস (স্পেন ও অ্যাথলেটিক বিলবাও)
ফ্লোরিয়ান ভির্টৎস (জার্মানি ও বায়ার লেভারকুসেন)
গ্রানিত জাকা (সুইজারল্যান্ড ও বায়ার লেভারকুসেন)
লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)