২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ফাইনালে রিয়াল মাদ্রিদকে চান সালাহ

লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। কাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচেছবি: এএফপি

মোহাম্মদ সালাহর কথা শুনে নিঃসন্দেহে খুশি হবেন রিয়াল মাদ্রিদ–সমর্থকেরা।

মাদ্রিদের ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দেখা পাবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। বলা ভালো, ফাইনালে ওঠার দৌড়ে ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে রিয়াল। কিন্তু সালাহ ফাইনালে রিয়ালের মুখোমুখি হতে চান।

কাল রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট কাটার পর শিরোপা জয়ের লড়াইয়ে প্রতিপক্ষ দল হিসেবে রিয়ালকে পাওয়ার আশা প্রকাশ করেন লিভারপুল তারকা।

ভিয়ারিয়ালের মাঠে সেমিফাইনাল ফিরতি লেগে ৩-২ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। ম্যাচ শেষে সালাহর কাছে জানতে চাওয়া হয়েছিল, ফাইনালে কোন দলকে চান?

বিটি স্পোর্টকে লিভারপুলের এই মিসরীয় ফরোয়ার্ড বলেছেন, ‘আমি মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। সত্যি বলতে, ম্যানচেস্টার সিটি খুব শক্ত দল। এ মৌসুমে তাদের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলেছি। তবে আমার ব্যক্তিগত ইচ্ছা জানতে চাইলে বলব, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চাই।’

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে অপর সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে প্রথম লেগ ৪-৩ গোলে জিতে এগিয়ে আছে পেপ গার্দিওলার দল। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে তাই ফাইনালে ওঠার চ্যালেঞ্জটা নিতে হবে কার্লো আনচেলত্তির দলকে।

রিয়ালের বিপক্ষে ব্যক্তিগত হিসাব মেলানোর উপলক্ষ আছে সালাহর। ২০১৮ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। সে ম্যাচে প্রথমার্ধে তখনকার রিয়াল অধিনায়ক সের্হিও রামোসের বাধার কারণে কাঁধে চোট পান লিভারপুল তারকা। চোখের জলে ভেসে মাঠ ছাড়তে হয় প্রথমার্ধেই।

৩১ মিনিটে তাঁর বদলি হিসেবে অ্যাডাম লালানাকে মাঠে নামান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। বিরতির পর তিন গোল করে রিয়াল। জোড়া গোল করেন গ্যারেথ বেল এবং একটি গোল করিম বেনজেমার। সাদিও মানে লিভারপুলের হয়ে একটি গোল শোধ করেন।

২০১৮ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়েন সালাহ
ফাইল ছবি: রয়টার্স

সালাহ সে ম্যাচটা মনে রেখেছেন। এবার ফাইনালে রিয়ালকে পেলে জিততে চান লিভারপুল আক্রমণভাগের এই প্রাণভোমরা, ‘আমরা ফাইনালে হেরেছিলাম। তাই তাদের মুখোমুখি হয়ে জিততে চাই।’