তবু আর্সেনালে থাকতে চান ওজিল
মেসুত ওজিলের মন খারাপ। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের ২৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়ার পর এমন লাগাই স্বাভাবিক। ওজিলের জন্য এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা!
এর আগে ইউরোপা লিগ স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। এবার প্রিমিয়ার লিগেও তাঁকে বিবেচনায় রাখেনি আর্সেনাল। ওজিল তাই ‘ভীষণ হতাশ।’ সামাজিক যোগাযোগমাধ্যমে আর্সেনাল সমর্থকদের সঙ্গে তিনি ভাগ করে নিয়েছেন এই হতাশা। ওজিলের ভাষায়, ‘বিশ্বস্ততা সহজে মেলে না।’
চলতি মৌসুমে আর্সেনালের মূল দলের স্কোয়াডে আর সুযোগ পাচ্ছেন না ওজিল। ৩২ বছর বয়সী জার্মানির সাবেক এ মিডফিল্ডার এখন শুধু আর্সেনালের অনূর্ধ্ব-২৩ দলে খেলার সুযোগ পাবেন। ওজিল কিন্তু তবু আশা ছাড়ছেন না।
বিশ্বকাপজয়ী তারকা নিজেকে বদলে না ফেলেই কোচ মিকেল আরতেতার স্কোয়াডে জায়গা করে নিতে চান। করোনাভাইরাস মহামারিতে গত মৌসুমে খেলা স্থগিত হওয়ার আগে ৭ মার্চ সর্বশেষ আর্সেনালের হয়ে মাঠে নেমেছিলেন ওজিল। এরপরই ব্রাত্য হয়ে পড়েছেন রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দেওয়া ওজিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওজিল লেখেন, ‘আর্সেনাল সমর্থকদের প্রতি এই বার্তাটা লেখা কষ্টের। গত কয়েক বছর ধরে খেলছি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে এখন পর্যন্ত নিবন্ধিত হতে না পারায় ভীষণ হতাশ লাগছে।
২০১৮ সালে নতুন চুক্তির পর থেকেই ভালোবাসার ক্লাব আর্সেনালের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তার প্রতিদান না পাওয়ায় খারাপ লাগছে। মনে হচ্ছে বিশ্বস্ততা সহজে মেলে না। স্কোয়াডে দ্রুতই সুযোগ পাব, এটা ভেবে সপ্তাহের পর সপ্তাহ আমি ইতিবাচক থেকেছি। এ জন্যই এত দিন চুপ থেকেছি।’
আর্সেনাল কোচ আরতেতাকে নিয়েও লিখেছেন ওজিল, ‘করোনা মহামারির আগে নতুন কোচ মিশেল আরতেতার অধীনে সত্যিই ভালো ছিলাম। তখন আমার পারফরম্যান্সও ভালো ছিল।’ এরপর হুট করে সবকিছু পাল্টে যাওয়ার কথাও লিখেছেন তিনি, ‘কিন্তু তারপর সব পাল্টে গেল। আর্সেনালের হয়ে আমাকে আর খেলতে দেওয়া হয়নি। এরপর আমি আর কী বলতে পারি? লন্ডন এখনো আমার ঘর। দলেও বন্ধুরা আছে। সমর্থকদের প্রতি এখনো হৃদয়ের টানটা অনুভব করি।’
ওজিল জানিয়েছেন, আর্সেনাল কঠোর হলেও তাঁর মানসিকতার কোনো পরিবর্তন ঘটবে না, ‘যা কিছুই ঘটুক না কেন দলে সুযোগ পাওয়ার লড়াই চালিয়ে যাব। আর্সেনালে নিজের অষ্টম মৌসুম এভাবে শেষ হতে দেব না। প্রতিশ্রুতি দিতে পারি এই কঠোর সিদ্ধান্তে আমার মানসিকতা পাল্টাবে না। নিজের সর্বোচ্চটুকু উজাড় করেই অনুশীলন করে যাব এবং অমানবিকতার বিরুদ্ধে ও সুবিচারের পক্ষে কথা বলে যাব।’
সাত বছর আগে রিয়াল থেকে আর্সেনালে যোগ দেন ওজিল। এরপর গানারদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৪ ম্যাচে ৪৪ গোল করেছেন ওজিল। উনাই এমেরি কোচ থাকতেই আর্সেনালের বিরাগভাজন হয়েছিলেন ওজিল। অন্তর্বর্তীকালীন কোচের অধীনে ফিরেছিলেন দলে। কিন্তু করোনা মহামারিতে স্থগিত খেলা পুনরায় শুরুর পর থেকে আর্সেনাল দলে ব্রাত্য হয়ে পড়েছেন ওজিল।
এর মধ্যে আর্সেনাল তাদের মাসকট ‘গানারসোরাস’কে বিদায় করে দেওয়ার পর ক্লাবের সিদ্ধান্তের উল্টো পথে হেঁটেছেন তিনি। মাসকটের ভূমিকায় এত দিন চাকরি করা জেরি কিউয়ের বেতন দিতে চেয়েছিলেন ওজিল। জার্মান তারকা আর্সেনালের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। তাঁর সাপ্তাহিক বেতন সাড়ে ৩ লাখ পাউন্ড। ইংলিশ ক্লাবটি তাঁকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও ওজিল চুক্তির মেয়াদ (২০২১) শেষ করে যেতে চান।