এমবাপ্পে-নাটকের শেষ এই মাসে
এ যেন বিখ্যাত টিভি সিরিজ গেম অব থ্রোনসের শেষ সিজন। চূড়ান্ত পরিণতি নিয়ে হাহুতাশ থাকতে পারে, কিন্তু শেষ যে হয়েছে, এতেই সন্তুষ্ট সবাই। কিলিয়ান এমবাপ্পের দলবদলের নাটক তো সে পথেই এগোচ্ছে।
মৌসুমের শুরুতে দল বদলাতে চেয়েছিলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড। সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ ছিল, সেটা জানিয়েও দিয়েছিলেন এক সাক্ষাৎকারে। ওদিকে তাঁর ক্লাব পিএসজি ছাড়তে রাজি হয়নি বলে যেতে পারেননি। এ মৌসুম শেষে ইচ্ছাপূরণ হবে বলে মনে হচ্ছিল।
কিন্তু এক বছরে এই দলবদলের নাটকের রং এত বেশি বদলেছে, তাঁর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে থাকতে বিরক্তি ধরে গেছে দুই ক্লাবের সমর্থকের, যেন তাঁকে না পাওয়ার হতাশা মেনে নিতেও রাজি তাঁরা, শুধু সিদ্ধান্তটা আগে জানতে চান তাঁরা—এমবাপ্পে পিএসজিতে থাকবেন নাকি রিয়াল মাদ্রিদ বা অন্য কোনো ক্লাবে যাবেন? এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, এ মাসেই জানিয়ে দেবেন তাঁর সিদ্ধান্ত।
গতকাল রাতে ফ্রান্সের পেশাদার ফুটবলারদের সংগঠন (ইউএনএফপি) ফ্রান্সে বছরের সেরা খেলোয়াড়দের পুরস্কার ঘোষণা করেছে। লিগ আঁ-র সেরা খেলোয়াড় হয়েছেন ২৫ গোল করা ও ১৭টি গোল করানো এমবাপ্পে।
সেরা গোলকিপারও পিএসজির, জিয়ানলুইজি দোন্নারুম্মা। লিগের সেরা কোচ হয়েছে রেনের ব্রুনো জেনেসিও। আর অন্য দেশের লিগে খেলা ফরাসি খেলোয়াড়দের মধ্যে সেরা হয়েছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।
সবার আগ্রহ অবশ্য মঞ্চে ওঠা এমবাপ্পেকে নিয়েই ছিল। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড শুরুটা করেছেন সাবধানে, ‘তিন বছর আগে এ অনুষ্ঠানে শোরগোল ফেলে দেওয়ার ভুল করেছিলাম। এবার আমি শুধু অংশ নিতে এসেছি, আলো কাড়তে নয়।’
২০১৯ সালে একই পুরস্কার নিতে এসে এমবাপ্পে বলেছিলেন, আরও বড় দায়িত্ব নিতে চান, পিএসজিতে তাঁর ভূমিকা নিতে সন্তুষ্ট নন। তাঁর এমন কথায় সবাই দলবদলের সুর শুনেছেন। এবার তাই কোনো আলোচনার জন্ম দিতে চাননি। তবে সিদ্ধান্ত যে নিয়ে ফেলেছিলেন, সেটা জানিয়েও দিয়েছেন, ‘আমরা খুব শিগগিরই জানব, এটা প্রায় হয়েই গেছে। আমার সিদ্ধান্ত নেওয়া শেষ, হ্যাঁ, প্রায় শেষ।’
পুরো মৌসুম ধরে একবার শোনা গেছে, রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে এমবাপ্পের। দুদিন পরই আবার গুঞ্জন শোনা গেছে, পিএসজির সঙ্গেই চুক্তি নবায়ন করছেন এমবাপ্পে। কয়েক দিন আগে লা পারিসিয়ান বলেছিল, পিএসজির সঙ্গেই দুই বছরের চুক্তি নবায়ন হয়ে গেছে এমবাপ্পের। তবে তাঁর মা কড়া প্রতিবাদ জানিয়েছেন সে খবরের।
সিদ্ধান্ত জানাতে এত দেরি কেন করেছেন, সেটারও ব্যাখ্যা দিয়েছেন প্যারিসে বড় হওয়া এই ফুটবলার, ‘কেন এত ধীরে জানাচ্ছি? সবাইকে শ্রদ্ধা জানাতে হয়। আমি জানি, সবাই আমার কাছ থেকে অনেক বেশি আশা করে। এটাই স্বাভাবিক। আমিও দ্রুত জানাতে চাই, কিন্তু ব্যাপারটা তো শুধু আমার নয়। তবে ব্যাপারটা প্রায় শেষ হয়ে এসেছে, কিছু খুঁটিনাটি শুধু বাকি।’ তাঁর সেই সিদ্ধান্ত কবে জানাবেন, সেটাও জানিয়ে দিয়েছেন, ‘জুনে ফ্রান্স দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে আমার সিদ্ধান্ত জানাব।’
এমবাপ্পে যেসব খুঁটিনাটির ব্যাপারে বলেছেন, সেগুলো কী—তার একটা ব্যাখ্যা দলবদলের জন্য বিখ্যাত সাংবাদিক জিয়ানলুকা ডি মার্জিও দিয়েছেন। তাঁর দাবি, রিয়ালে যোগ দেওয়ার জন্য শুধু চুক্তি স্বাক্ষরের জন্য ১০ কোটি ইউরো বোনাস পাবেন এমবাপ্পে। বার্ষিক করসহ ৫ কোটি ইউরো বেতনে পাঁচ বছরের চুক্তি করবেন এমবাপ্পে।