আলিসনের ইতিহাসে রক্ষা লিভারপুলের

গোলের পর আলিসনকে নিয়ে উদযাপন সতীর্থদেরপ্রিমিয়ার লিগ

গোল বাঁচানোই তাঁর কাজ। সেই কাজটা ইদানীং খুব ভালো করতে পারছিলেন  বলে না সমালোচনাও শুনতে হচ্ছিল আলিসনকে। গোলবারের সামনে সেই সমালোচনার জবাব খুব ভালোভাবে দিতে পারেননি, তবে আজ এমন একটা কাজ করেছেন, যাতে তাঁর সাম্প্রতিক ভুলগুলো ভুলে যাবেন লিভারপুল সমর্থকেরা। আলিসন যে ঐতিহাসিক এক গোল করে লিভারপুলকে জিতিয়েছেন রোমাঞ্চকর এক ম্যাচ!

ওয়েস্ট ব্রমের বিপক্ষে ম্যাচ যখন ১-১ ড্রতেই শেষ হবে বলে মনে হচ্ছিল, যোগ হওয়া সময়ের শেষ মুহূর্তে ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের  কর্নারে হেড করে আলিসন মান বাঁচিয়েছেন লিভারপুলের। ২-১ গোলের জয়ে বাঁচিয়ে রেখেছেন আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার আশাও।

লিভারপুলের প্রায় ১২৯ বছরের ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে গোল পেলেন আলিসন।

আগে গোল খেয়ে পিছিয়ে পড়া লিভারপুলের সমতা ফেরানো গোলটি মো সালাহর। এ মৌসুমে মিসরীয় ফরোয়ার্ডের হয়ে গেছে ২২টি। তাতে জমে উঠেছে হ্যারি কেইনের সঙ্গে সালাহর একটা লড়াইও।

সালাহর গোলের পর লিভারপুলের উচ্ছ্বাস
প্রিমিয়ার লিগ


দুজনেই দুইবার করে জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। হ্যারি কেইন মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমে। ২০১৭-১৮ সালে প্রথমবার জেতার পর মো সালাহ দ্বিতীয়বার যৌথভাবে জিতেছেন ২০১৮-১৯ মৌসুমে, পিয়েরে-এমেরিক অবামেয়াং ও সাদিও মানের সঙ্গে। এবারও প্রিমিয়ার লিগের মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কেইন-সালাহর মধ্যে। শেষ পর্যন্ত কি দুজনের একজন সোনার জুতোটা পাবেন, না কি আবারও ভাগাভাগি করতে হবে পুরস্কার?

আজ রাত পর্যন্ত যা অবস্থা, তাতে মনে হচ্ছে, কেইন-সালাহ দুজন কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেবেন না। উলভারহ্যাম্পটনের বিপক্ষে আজ টটেনহামের ২-০ গোলের জয়ে একটি গোল করেছেন হ্যারি কেইন। তাতে এ মৌসুমে কেইনেরও মোট গোল হয়েছে ২২টি। দুজনেরই বাকি দুটি করে ম্যাচ। তবে কেইন-সালাহর এই লড়াই ছাপিয়ে আজ প্রিমিয়ার লিগে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল লিভারপুলের দ্বিতীয় গোলটি।

এ মৌসুমে ২২ গোল হয়েছে হ্যারি কেইনের
প্রিমিয়ার লিগ


৩৬ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগের ৫ নম্বরে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে চেলসির পয়েন্ট ৬৪, লেস্টার সিটির ৬৬। চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে লড়াইটা মূলত এই তিন ক্লাবের মধ্যেই। ৫৯ পয়েন্ট নিয়ে কিছুটা পিছিয়ে টটেনহাম। ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেড আগেই নিশ্চিত করে রেখেছে চ্যাম্পিয়নস লিগে খেলা।