বাবরের কাঁধে ওজন, নেতা নাম্বার ওয়ান বেনজেমা

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
পিএসজির অনুশীলনে হাসিখুশি নেইমার। ছবিটি দিয়ে লিখেছেন, ‘আলজেরিয়া, আলজেরিয়া।’ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এটা কেন লিখেছেন, সেই রহস্য জানা যায়নি
টুইটার
শুবমান গিলের এই ছবি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে গিয়ে তোলা। ছবিটি দিয়ে তিনি দার্শনিকের মতো কথাই লিখেছেন—যত জোরে আপনি নিচে পড়বেন, তত বেশি বাউন্স করবেন!
টুইটার
ভাইয়ের ছেলের বিবাহবার্ষিকী আজ। শুভেচ্ছা জানাতে গিয়ে ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনিয়ো এই ছবি দিয়েছেন
টুইটার
ব্রিটিশ পত্রিকা দ্য মিরর–এর সাত বছর আগের প্রচ্ছদ। সেটি শেয়ার করেছেন কেভিন ডি ব্রুইনা
টুইটার
‘সাদাকালো ফেরান তোরেস’! নিজের পোষা কুকুরের সঙ্গে বার্সেলোনার ফরোয়ার্ড
টুইটার
করিম বেনজেমার এই ছবি দিয়ে লা লিগা তাদের টুইটারে লিখেছে, ‘নেতা নাম্বার ওয়ান।’ এটা ভালো লেগেছে বলেই তিনি শেয়ার করেছেন
টুইটার
পাকিস্তানের দায়িত্ব তাঁর কাঁধে। দলকে ভালোভাবে বয়ে নিয়ে যাওয়ার অনুশীলনটা পাকিস্তান অধিনায়ক বাবর আজম হয়তো ওজন তুলেই করার চেষ্টা করছেন!
টুইটার