আলোর ঝলকানিতে প্যারিস অলিম্পিককে বিদায়

প্যারিস অলিম্পিকের শুরুটা হয়েছিল সিন নদীতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। ১৬ দিনের আনন্দযজ্ঞের সমাপ্তি ঘটেছে কাল স্তাদে দ্য ফ্রান্সে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীতেও ছিল চমক জাগানো সব আয়োজন। সমাপনী অনুষ্ঠানের নানা মুহূর্ত দেখুন একঝলকে—

১ / ১৩
প্যারিস অলিম্পিকের সমাপনী আয়োজনের বিশেষ অংশ ছিল গোল্ডেন ভয়েজার। ইতিহাসের চরিত্র গোল্ডেন ভয়েজারের পরিবেশনায় ফ্রান্সের ঐতিহ্য, বাস্তিলের চেতনা যেমন ফুটিয়ে তোলা হয়েছে, উপস্থাপনায় ছিল বিজ্ঞান কল্পকাহিনি ও ভিডিও গেমসের ছোঁয়াও
এএফপি
২ / ১৩
সমাপনী অনুষ্ঠানের শিল্পনির্দেশকের মতে, গোল্ডেন ভয়েজারের পরিবেশনায় ছিল ১৯৭৭ সালে পাঠানো মহাকাশযান ভয়েজারও।
রয়টার্স
৩ / ১৩
সমাপনীতে পারফর্ম করে ফরাসি রক ব্যান্ড ফিনিক্স
এএফপি
৪ / ১৩
ছিল বেলজিয়ান সংগীতশিল্পী অ্যাঞ্জেলের পরিবেশনা
রয়টার্স
৫ / ১৩
মঞ্চে চলছে পরিবেশনা, চারপাশে ঘিরে অ্যাথলেটরা
রয়টার্স
৬ / ১৩
আলোয় ভরা স্তাদ দ্য ফ্রান্স
রয়টার্স
৭ / ১৩
পরবর্তী আসর আয়োজনের স্মারক হিসেবে অলিম্পিক পতাকা নেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস
রয়টার্স
৮ / ১৩
সিনেম্যাটিক কায়দায় স্তাদ দে ফ্রান্সের ছাদ থেকে নামেন টম ক্রুজ
এএফপি
৯ / ১৩
সিমোন বাইলসের হাত থেকে অলিম্পিক পতাকা নেন টম ক্রুজ
রয়টার্স
১০ / ১৩
অলিম্পিক পতাকা নিয়েই বাইকে চড়ে সমাপনী অনুষ্ঠানের মঞ্চ ছাড়েন টম ক্রুজ
রয়টার্স
১১ / ১৩
সমাপনীতে প্রজ্বলিত অগ্নিশিখা নিয়ে আসেন এবারের আসরে চারটি সোনা জেতা ফরাসি সাঁতারু লিওঁ মারশাঁ
এএফপি
১২ / ১৩
সংগীত পরিবেশন করেন ফ্রান্সের ইসিল্টও
এএফপি
১৩ / ১৩
আলোয় উদ্ভাসিত স্তাদ দে ফ্রান্স
রয়টার্স