যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ধর্ষণের মামলায় খালাস পাওয়া লামিচানে
ধর্ষণের মামলা থেকে খালাস পাওয়া সাবেক নেপাল অধিনায়ক সন্দীপ লামিচানেকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবার যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, যে টুর্নামেন্ট শুরু হবে আগামী মাসে।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ২০১৯ সালের একটি পোস্ট শেয়ার করে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার কথা জানিয়েছেন লামিচানে। তিনি লিখেছেন, ‘এবং নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাস আবার সেটি করল, যেটি ২০১৯ সালে করেছিল। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার ভিসা নাকচ করেছে। দুর্ভাগ্যজনক। নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দুঃখিত।’
লামিচানে ২০১৯ সালের ওই পোস্টে লিখেছিলেন, সেবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েও পাননি।
২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হন লামিচানে। গত জানুয়ারিতে ধর্ষণের ওই মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর পর কারাগার থেকে মুক্তিও পান।
১৫ মে উচ্চ আদালতের রায়ে খালাস পান লামিচানে। এরপর নেপাল ক্রিকেটের দিক থেকে ইঙ্গিত দেওয়া হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হতে পারে এই লেগ স্পিনারকে।
এরই মধ্যে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে নেপাল, যেখানে লামিচানে স্বাভাবিকভাবেই ছিলেন না। অবশ্য ২৫ মের মধ্যে প্রাথমিক দলে আইসিসির অনুমোদন ছাড়াই পরিবর্তন আনা যাবে।
এরই মধ্যে সেন্ট ভিনসেন্টে প্রস্তুতি ক্যাম্পের জন্য চলে গেছে নেপাল দল। টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা তাদের। আগামী ৪ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ নেপালের। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচটিও যুক্তরাষ্ট্রে তাদের—ফ্লোরিডায়।
‘ডি’ গ্রুপে নেপাল আছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ম্যাচ দুটি সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে।