গরমে হেঁটে হেঁটে ফুটবল খেলেছেন এলিটা কিংসলিরা
দেশজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। আর এই গরমের মধ্যেই সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ দ্বিতীয় দিনেও বিকেল চারটা থেকে অনুশীলন শুরু হয়। অনুশীলনে কী হলো তার চেয়েও বেশি আলোচনায় গরম।
দিনের অনুশীলন শেষে তিনজন ফুটবলার কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। তিনজনের মুখেই ঘুরেফিরে এসেছে গরম প্রসঙ্গ। গোলরক্ষক আনিসুর রহমান যেমন বলেছেন, ‘কয়েক দিন আগে মাত্র লিগ স্থগিত হয়েছে। সবাই খেলার মধ্যেই ছিল। গরমের মধ্যে খেলতে হয়েছে। সবাই একটু ক্লান্ত। এর মধ্যে কিছু খেলোয়াড় চোটেও আছে। জাতীয় দলের অনুশীলনের গভীরতা একটু বেশি থাকে। তাই গরমটা আমাদের জন্য সমস্যা হচ্ছে। তারপরও খেলোয়াড়েরা নিজেদের শতভাগ দেওয়া চেষ্টা করছে।’
অভিন্ন সুরে কথা বলেছেন গত মার্চে সেশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হওয়া এলিটা কিংসলিও। গরমের ব্যাপারে সাবেক এই নাইজেরিয়ার ফুটবলার বলেন, ‘এ বছর গরমের মধ্যে খেলতে হচ্ছে আমাদের। আমার মনে পড়ছে, লিগ যখন খেলছিলাম, প্রথমার্ধে আমরা খেলতে পারিনি। সবাই হেঁটে হেঁটে খেলেছি। কারণ, গরম ছিল অনেক বেশি। এখনো সেই একই পরিস্থিতি। ফলে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমরা। তবে গরমের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। আমরা কঠিন পরিশ্রমই করছি।’
আরেক ফুটবলার সোহেল রানার মুখেও গরম আর ক্লান্তির কথা। বলেছেন, ‘সবাই লিগের মধ্যে ছিল। এখন গরমে সবাই একটু ক্লান্ত। কিন্তু সাফের জন্য সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’
২১ জুন ভারতের বেঙ্গালুরু শহরে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়েছে গতকাল। ৩০ ফুটবলার নিয়ে অনুশীলন করাচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। চোটের কারণে প্রথম দিনে অনুশীলন করেননি সেন্টারব্যাক টুটুল হোসেন। আজও অনুশীলন করেননি বসুন্ধরা কিংসের এই খেলোয়াড়। চোট থাকায় কিংসের সেন্টারব্যাক তপু বর্মণ ও একই দলের লেফটব্যাক রিমন হোসেন হালকা অনুশীলন করেছেন।
২৩ ফুটবলার নিয়ে ১০ জুন কম্বোডিয়া যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে দুই-তিন দিন অনুশীলন করে স্বাগতিকদের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ নামবে ১৫ জুন। তবে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ দলের ফুটবলারদের পাসপোর্ট এখন ভারতীয় হাইকমিশনে। চেষ্টা চলছে বৃহস্পতিবারের মধ্যে ভিসা পাওয়ার। সেটা না হলে বাংলাদেশ দলের কম্বোডিয়া সফরের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।