নাদালের সঙ্গে সেলফি আর বাইলসের হাসি

টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের সঙ্গে সেলফি তুলতে ভক্তদের ভিড়। সিমোন বাইলসের মুখে সোনার হাসি। প্যারিস অলিম্পিকে গতকাল ও আজ সকালের উল্লেখযোগ্য মুহূর্তের কিছু ছবি নিয়েই এ আয়োজন—
১ / ৮
প্যারিস অলিম্পিকে প্রায় সব ইভেন্ট ফ্রান্সের মূল ভূখণ্ডে হলেও সার্ফিং প্রতিযোগিতা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফরাসি পলিনেশিয়ার তাহিতির তিয়াহুপোওতে। কাল ছেলেদের সার্ফিংয়ে শর্টবোর্ড ইভেন্ট চলার একপর্যায়ে প্রশান্ত মহাসাগরের প্রবল ঢেউয়ে এভাবেই শূন্যে ভাসতে থাকতে বিশ্ব চ্যাম্পিয়ন সার্ফার ব্রাজিলের গ্যাব্রিয়েল মেদিনা। এএফপির ফটোসাংবাদিক জেরম ব্রুইলের তোলা এই ছবিকে প্যারিস অলিম্পিকের সেরা মুহূর্ত মনে করা হচ্ছে
এএফপি
২ / ৮
প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরের সামনে অনুশীলনে ব্যস্ত চীনের অপেশাদার ম্যারাথনবিদ লুয়ান ইউশুয়াই। লুয়ানের আরেকটি বড় পরিচয় তিনি চীনের ‘দ্রুততম ডেলিভারি ম্যান’
রয়টার্স
৩ / ৮
জার্মানি-ক্রোয়েশিয়ার হ্যান্ডবল ম্যাচ চলছিল। এ সময় আঘাত পেয়ে কোর্টে লুটিয়ে পড়েন জার্মান রাইট-ব্যাক কাই হ্যাফনার। আজ সাউথ প্যারিস অ্যারেনায় -এএফপি ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারের একটি হিটে সুইজারল্যান্ডের সাঁতারু রোমান মিতইউকভ। আজ প্যারিসের লা ডিফেন্সে অ্যারেনায়
এএফপি
৪ / ৮
দক্ষিণ কোরিয়া-উত্তর কোরিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক দা-কুমড়ার মতো। তবে কাল প্যারিস অলিম্পিকে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত ইভেন্টের পদক মঞ্চে ভিন্ন দৃশ্য দেখা গেছে। উত্তর কোরিয়ার খেলোয়াড়দের সঙ্গে সেলফি তুলেছেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা। ছবিটি অলিম্পিকের সত্যিকারের চেতনা ফুটিয়ে তুলেছে বলে মনে করা হচ্ছে
রয়টার্স
৫ / ৮
বক্সিংয়ে ছেলেদের ৭১ কেজি ইভেন্টে বুলগেরিয়ার রামি মফিদের পাঞ্চ রোখার চেষ্টায় অস্ট্রেলিয়ার শানান ডেভি। আজ নর্থ প্যারিস অ্যারেনায়
এএফপি
৬ / ৮
মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসের ব্যালান্স বিম ইভেন্টে যুক্তরাষ্ট্রের তারকা সিমোন বাইলসের পারফরম্যান্সের মুহূর্ত
এএফপি
৭ / ৮
প্রত্যাশিতভাবেই মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসে সোনার পদক জিতেছেন বাইলস। কাল যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাতে এভাবেই অট্টহাসিতে মেতে উঠেছিলেন তিনি
এএফপি
৮ / ৮
নেদারল্যান্ডসের জুটিকে হারিয়ে প্যারিস অলিম্পিক টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন স্পেনের রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ। ম্যাচ শেষে কিংবদন্তি নাদালের সঙ্গে সেলফি তুলতে ভক্তদের ভিড় পড়ে যায়। কাল রোলাঁ গারো স্টেডিয়ামে
এএফপি