হাতের বল কাঁধে, বল ফসকায় স্লিপে

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনেও স্লিপে ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। আইপিএল গ্যালারিতে রঙিন সাজে দর্শক। বল দখলের লড়াইয়ে বড় টক্কর। খেলার দুনিয়ার নানা চমকপ্রদ ও ভিন্নধর্মী ছবি নিয়ে এই আয়োজন—
১ / ৭
স্লিপে বল আসতে পারে, রীতিমতো দুই হাত মেলে অপেক্ষায় জাকির, শাহাদাত, নাজমুলরা। কিন্তু বল কি হাতে জমানো যাচ্ছে?
প্রথম আলো
২ / ৭
স্লিপে ক্যাচ গেল, পড়েও গেল—বাংলাদেশের ফিল্ডিংয়ে স্লিপ কর্ডনের নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে যা
শামসুল হক
৩ / ৭
হাই জাম্পও বেশ ভালোই পারেন জোয়েকে নুসকেন (মাঝে)। চেলসি-আর্সেনালের মধ্যকার ইংল্যান্ডের উইমেনস লিগ কাপের ফাইনালে
এএফপি
৪ / ৭
কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান...। মেক্সিকান লিগের ক্লাউসুরা পর্বে ক্রুস আজুল ফরোয়ার্ড কার্লোস রোতোনদির (বাঁয়ে) সঙ্গে এভাবেই টক্কর দিয়েছেন পুমাস ডিফেন্ডার নাথান সিলভা (ডানে)
এএফপি
৫ / ৭
ফুটবলে এমন দৃশ্য বিরল নয়। কিন্তু লাহিরু কুমারা কাঁধে নিয়েছেন ক্রিকেট বল! আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
প্রথম আলো
৬ / ৭
না, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। লা লিগায় জিরোনা-রিয়াল বেতিস ম্যাচে খেলার একপর্যায়ে মাটিতে পড়ে যান জিরোনার ইউক্রেনিয়ান ফরোয়ার্ড আর্তেম দোবিক
এএফপি
৭ / ৭
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দেখতে এসেছেন এই দর্শক। কোন দলের সমর্থক, অবশ্য হাতের পতাকা আর গায়ের সাজই বলে দিচ্ছে
এএফপি