সংশয়–অনিশ্চয়তায় কাটছে ক্রীড়াঙ্গনের সময়

পরিবর্তিত পরিস্থিতিতে অনিশ্চিত অবস্থায় আছে ক্রীড়া ফেডারেশনগুলোর নিয়মিত সব আয়োজনছবি : প্রথম আলো

শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল রাতে শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তার আগে দেশে কিছুদিন ধরে চলা অস্থিরতার কারণে ক্রীড়াঙ্গনে চলছে স্থবিরতা। কিছু ফেডারেশন নিজেদের সূচি অনুযায়ী এগোনোর চেষ্টা করলেও আগামী দু-এক মাসের মধ্যে থাকা খেলা ও অনুশীলন ক্যাম্পের সূচিগুলো পড়েছে অনিশ্চতায়।

ছুটি কাটিয়ে আজ ঢাকায় ফিরছেন জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। আগামী মাসে ফিফা উইন্ডোতে খেলতে বাফুফে আগেই নেপাল, ভুটান, তুর্কমেনিস্তান, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশের সঙ্গে কথা বলেছে। তবে দেশের চলমান পরিস্থিতিতে এখনো নিশ্চিত হওয়া যায়নি প্রতিপক্ষের নাম ও ভেন্যু। গত মাসের শেষ দিকে জাতীয় দল কমিটির সভা হওয়ার কথা থাকলেও হয়নি।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেছেন, ‘সেপ্টেম্বরের পর অক্টোবর ও নভেম্বরে আরও দুটি ফিফা উইন্ডো আছে। তিনটির মধ্যে দুটিতে খেলার ইচ্ছা বাফুফের। এখন পর্যন্ত সেপ্টেম্বরের উইন্ডোতে খেলার সিদ্ধান্ত বহাল আছে। প্রথমে ভাবা হয়েছিল দেশে খেলার। কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনায় বিদেশে খেলার সম্ভাবনা বেশি।’

অনূর্ধ্ব-২০ ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ১৬ আগস্ট নেপাল যাওয়ার কথা বাংলাদেশ দলের। কমলাপুর স্টেডিয়ামে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প করায় সেখানে থাকা অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের বসুন্ধরা কিংসে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারফিউর সময় থেমে যাওয়া সিনিয়র ডিভিশন ফুটবল লিগ এখনো বন্ধ।

শেখ হাসিনার পতনের পর দেশের ক্রীড়াঙ্গনেও বদলের হাওয়া লাগতে চলেছে
এএফপি

সরকার পতনের আগেই ৩০ সদস্যের বাংলাদেশ হকি দল জার্মানি যাওয়ার জন্য ২ মাসের জিও পেয়েছিল। দলের ম্যানেজার করা হয় আলোচিত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে, যাঁর হকির সঙ্গে কোনো সংশ্লিষ্টতাই নেই।

দলনেতা হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আরেক যুবলীগ নেতা মমিনুল হক। মমিনুল এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন হকি–সংশ্লিষ্ট ব্যক্তিরা। দলের ম্যানেজার হিসেবে সম্রাট যেন জার্মানির ভিসা না পান, এখন সেই চেষ্টা চালাচ্ছে ফেডারেশন।

হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক হলেও এত দিন শুধু নামেই তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহক্রীড়া সম্পাদক ও সাবেক খেলোয়াড় আরিফুল হক। তিনি এখন ফেডারেশনে যাওয়া শুরু করেছেন। ‘ফেডারেশনের আওয়ামীপন্থীরা গা ঢাকা দিয়েছে। আমরা দু-তিনজন কাজ করছি। সভাপতির নির্দেশে জাতীয় দলকে জার্মানি পাঠানোর চেষ্টা করছি,’ বলেছেন আরিফুল।

কারফিউ দেওয়ার পর স্থগিত হয়ে যাওয়া প্রথম বিভাগ দাবার শেষ দুই রাউন্ড এখনো হয়নি। সহিংস পরিস্থিতির কারণে এখনো আনা যায়নি নতুন কোচ। ১০ সেপ্টেম্বর শুরু বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলতে বাংলাদেশের হাঙ্গেরি যাওয়াও কিছুটা অনিশ্চিত।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আবদুর রকিব প্যারিস অলিম্পিক থেকে লন্ডনে গেছেন। ১৩ আগস্ট তাঁর ফেরার কথা থাকলেও এখন তা অনিশ্চিত। অনিশ্চিত হয়ে পড়েছে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠেয় জাতীয় সামার অ্যাথলেটিকস এবং ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় জাতীয় চ্যাম্পিয়নশিপও। তবে এত দিনের ‘বঞ্চিতরা’ এরই মধ্যে ফেডারেশনে শক্তির মহড়া দিয়েছেন। তাঁদেরই একজন ফেডারেশনের সাবেক সদস্য আবুল কালাম জানিয়েছেন, আজ তাঁরা সভা করে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করবেন।

বিকেএসপিতে জাতীয় সাঁতার দলের ক্যাম্প বন্ধ হয়ে গেছে পরশু। আগামী মাসে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ এবং সেপ্টেম্বরের শুরুতে মুর্শিদাবাদে দূরপাল্লার সাঁতার হওয়ার কথা। পরিবর্তিত অবস্থায় এসবও অনিশ্চিত মনে হচ্ছে জাতীয় সাঁতার দলের সহকারী কোচ মাহফুজা খাতুনের কাছে, ‘সামনে কী হবে, বুঝতে পারছি না।’

বিকেএসপিতে জাতীয় সাঁতার দলের ক্যাম্প বন্ধ হয়ে গেছে
ছবি : সংগৃহীত

কারফিউ দেওয়ার পর স্থগিত হয়ে যাওয়া প্রথম বিভাগ দাবার শেষ দুই রাউন্ড এখনো হয়নি। দাবা অলিম্পিয়াডের জন্য ১৫ জুলাই কাজাখস্তানের এক গ্র্যান্ডমাস্টারের বাংলাদেশে কোচ হয়ে আসার কথা ছিল। সহিংস পরিস্থিতিতে তাঁকে আনা যায়নি। ১০ সেপ্টেম্বর শুরু বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলতে বাংলাদেশের হাঙ্গেরি যাওয়াও কিছুটা অনিশ্চিত এখন। দাবার আন্তর্জাতিক বিচারক হারুনুর রশীদ বলছেন, ‘ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস থেকে ভিসা নিতে হবে। কিন্তু কাগজপত্রই এখনো জমা দিতে পারিনি। দূতাবাস বন্ধ। কবে খুলবে, জানা নেই।’

অস্থিরতার কারণে ভিসা নবায়ন করতে না পারায় শুটিংয়ের দুই ইরানি কোচকে বিদায় দিতে হয়েছে। তবে আগামী বছরের সম্ভাব্য এসএ গেমস সামনে রেখে শুটিংয়ের ক্যাম্প চলছে ৬ আগস্ট থেকে। অনেকের মতে অবশ্য এটা ‘উদ্দেশ্যমূলক’। শুটাররা ফেডারেশনে থাকলে কেউ ফেডারেশন দখল করতে পারবে না, এটাই নাকি উদ্দেশ্য ক্যাম্পের।

শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ বিদেশ থেকে অনলাইনে ফেডারেশনের কার্যক্রম চালাচ্ছেন
ফেসবুক

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ প্যারিস অলিম্পিক বাংলাদেশের শেফ দ্য মিশন ছিলেন। প্যারিস থেকে ঢাকায় ফিরে আবার দেশ ছাড়লেও অনলাইনেই নাকি চালাচ্ছেন ফেডারেশনের কার্যক্রম।