রোনালদোকে চায় না ডর্টমুন্ডও

দলবদলের মৌসুম ধীরে ধীরে ফুরিয়ে এলেও ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো গতি হচ্ছে নাএএফপি

দলবদলের মৌসুম ধীরে ধীরে ফুরিয়ে আসছে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো গতি হচ্ছে না। তাঁর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নেমে গেছে ইউরোপা লিগে। কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ড খেলতে চান চ্যাম্পিয়নস লিগে। প্রতিযোগিতাটিতে জায়গা করে নেওয়া বেশ কিছু বড় দলকে জড়িয়ে রোনালদোর ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার গুঞ্জন শোনা গেছে এর আগে। কিন্তু সেসবের কোনো কিছুই বাস্তবতার মুখ দেখেনি। গুঞ্জনই থেকে গেছে। সর্বশেষ নাম উঠেছিল বরুসিয়া ডর্টমুন্ডের। দলটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ায় সেখানে রোনালদোকে দেখতে পাচ্ছিলেন অনেকেই। কিন্তু সেটিও আলোর মুখ দেখছে না।

জার্মান ক্লাবটির চেয়ারম্যান হান্স-ইওয়াকিম ওয়াটজকে রোনালদোকে নিয়ে সংবাদকর্মীদের বলেছেন, ‘আমি এই খেলোয়াড়কে পছন্দ করি। সিগন্যাল ইডুনা পার্কে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখা হবে চিত্তাকর্ষক ব্যাপার। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু এ নিয়ে কেউ কারও সঙ্গে যোগাযোগ করেনি। তাই এ নিয়ে কথা বলা বন্ধ করা উচিত।’

আরও পড়ুন

মৌসুমের শুরুতে ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন হলান্ড। রোনালদো ইউনাইটেড ছাড়ার ইচ্ছা পোষণ করার পর বেশ কিছু ক্লাবের সঙ্গে তাঁকে জড়িয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেন অনেকেই, এর মধ্যে সর্বশেষ ক্লাব হিসেবে ডর্টমুন্ডের নাম উঠে এসেছে, চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমেও খেলবে দলটি। বুন্দেসলিগার গত মৌসুমে দ্বিতীয় হওয়া ডর্টমুন্ডের আক্রমণভাগে সেবাস্তিয়ান আলের ছিলেন। কিন্তু গত জুলাইয়ে জানা যায়, আইভরি কোস্টের এই ফরোয়ার্ড ক্যানসারে আক্রান্ত।

আরও পড়ুন

আলের স্বাভাবিকভাবেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন এবং আলেরের শূন্যতা পূরণে ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্থনি মদেস্তকে কিনেছে ডর্টমুন্ড। পাশাপাশি নিজেদের বয়সভিত্তিক প্রকল্প থেকে ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ইউসুফ মুকোকো এবং রেড বুল সালজবুর্গ থেকে কেনা ২০ বছর বয়সী ফরোয়ার্ড করিম আদেয়েমিকে ঘষা-মাজা করে দলে নিয়মিত করতে চায় ডর্টমুন্ড। ক্লাবটির চেয়ারম্যান এ নিয়ে বলেছেন, ‘আমাদের বয়সভিত্তিক প্রকল্পে আরও বেশি বিনিয়োগ করা প্রয়োজন।’ তবে ওয়াটজকে এ কথাও স্বীকার করেন, ‘দুই–তিন বছর পর খেলোয়াড় বিক্রি করাই লক্ষ্য তাঁর ক্লাবের।’

ম্যানচেস্টারেই থাকছেন রোনালদো?
এএফপি

ডর্টমুন্ডের লক্ষ্যের সঙ্গে ৩৭ বছর বয়সী রোনালদোকে যে কোনোভাবেই মেলানো যায় না, সেটি মোটামুটি পরিষ্কার। ম্যানচেস্টার ইউনাইটেডে এখনো এক বছর চুক্তির মেয়াদ বাকি রোনালদোর। পর্তুগিজ তারকা ইউনাইটেড ছাড়তে চাইলেও ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি তাঁকে ধরে রাখতে চায়। দলবদলের মৌসুম শেষ হওয়ার আগে কোথাকার জল কোথায় গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন