আপনার কি মনে আছে সেসব ‘অমৃতবচন’
কত প্রসঙ্গে কতজন কত কথাই না বলেছেন বছরজুড়ে। বছরের শেষ দিনে ২০২৩ সালের নির্বাচিত অংশ।
৪ জানুয়ারি
২০ জানুয়ারি
‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে।’
বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের খেলার মান নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস কোচ মোহাম্মদ সালাউদ্দিন
২৯ জানুয়ারি
‘আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি, এখানকার লোকজন ভালোবাসতে জানে। তারা মাঠে আসে, দলকে সমর্থন দেয়। আমি এখানকার খাবার পছন্দ করি, মাছ পছন্দ করি। এমনকি খেলোয়াড়েরাও ভালোবাসতে জানে। এটা একটা পুরো প্যাকেজ যখন বাংলাদেশে আসি। একটা জিনিসই খারাপ, ট্রাফিক।’বিপিএল খেলতে এসে বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞতা জানাতে গিয়ে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক
২১ ফেব্রুয়ারি
২২ ফেব্রুয়ারি
‘দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে, তাহলে তুমি লড়াই কীভাবে করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়ে লড়ব।’
ঘরের মাঠে বাংলাদেশ কেমন উইকেটে খেলবে প্রশ্নে কোচ চন্ডিকা হাথুরুসিংহে
৩ এপ্রিল
৬ জুলাই
৬ জুলাই
যা শুরু হয়েছে না, নাটক আর ভালো লাগে না। অতিষ্ঠ হয়ে গেলাম।
তামিম ইকবালের হঠাৎ অবসরের পর প্রতিক্রিয়া জানতে বিসিবি-প্রধানকে ফোন করে ‘কেমন আছেন’ জিজ্ঞেস করা হলে প্রথম আলোকে নাজমুল হাসান
৩ আগস্ট
আমার তো মেজাজই গরম হয়ে গেল, রিপোর্ট দেখার পর। এটা যাতে ভবিষ্যতে না হয়। সেটি নিশ্চিত করা হবে। নিশ্চয়ই কোনো না কোনোভাবে অবহেলা (তামিমের চোটের প্রতি) করা হয়েছে। তাই বিশ্বকাপের আগে এই অবস্থায় পড়তে হয়েছে। এটা অবশ্যই দুঃখজনক।চোটের কারণে এশিয়া কাপ খেলবেন না জানিয়ে অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। এ নিয়ে নিজের বাসায় সংবাদ সম্মেলনে তামিমকে সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান
২৭ সেপ্টেম্বর
আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলো না, আফগানিস্তানের সঙ্গে। আমি বললাম, ভাই, এটা এখনো ১২-১৩ দিনের কথা। আমি তো এর মধ্যে ভালো কন্ডিশনে থাকব। কী কারণে খেলব না? তখন বলল, আচ্ছা, তুমি যদি খেলোও, আমরা এমন একটা প্ল্যান করতেছি, তুমি যদি খেলোও, তাহলে নিচে ব্যাট করাব।
ফিট নন জানিয়ে তাঁকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে তামিম ইকবাল
২৭ সেপ্টেম্বর
রোহিতের (শর্মা) মতো ক্রিকেটার নম্বর সেভেন থেকে এসে ১০ হাজার করে ফেলেছে। মাঝে মাঝে সে-ও যদি তিন-চারে খেলে, ব্যাটিংয়ে না নামে, খুব একটা কি সমস্যা হয়? এটা আসলে আমার কাছে মনে হয়, একদম বাচ্চা মানুষের মতো, “আমার ব্যাট আমি খেলব। আর কেউ খেলতে পারবে না।
তামিম ইকবালকে বিশ্বকাপে নিচের দিকে খেলার পরামর্শ দেওয়া নিয়ে সাকিব আল হাসান
২০ ডিসেম্বর
১২ জানুয়ারি
আফগানিস্তানের বিপক্ষে খেলা যদি অস্ট্রেলিয়ার জন্য অস্বস্তির বিষয় হয়, তবে বিবিএলে (বিগ ব্যাশ লিগে) নিজের উপস্থিতির মাধ্যমে আমি কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। যার ফলে এই প্রতিযোগিতায় নিজের ভবিষ্যৎ আমি আরও জোরালোভাবে বিবেচনা করব।
তালেবান সরকারের নারীবিষয়ক নীতির প্রতিবাদে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করায় রশিদ খানের পাল্টা হুমকি
১৮ জানুয়ারি
একজনকে বেছে নিতে হলে আমি লিওকে নেব। তার সঙ্গে আমার সম্পর্কটাও বিশেষ কিছু। সে (মেসি) ইতিহাসের সেরা, যদিও ম্যারাডোনাও কিংবদন্তি, ইতিহাসের অংশ।মেসি ও ম্যারাডোনার মধ্যে কাকে সেরা মনে করেন, প্রশ্নে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি
২ ফেব্রুয়ারি
সমালোচনায় আমি ভয় পাই না। কিন্তু পাকিস্তানে জাতীয় দলের কোচ ও অধিনায়কেরা শুধু অহেতুক সমালোচনার শিকারই হন না, তাঁদের রীতিমতো অসম্মান করা হয়। গালাগালি করা হয়।কেন পাকিস্তানের কোচের দায়িত্ব নিতে চান না, কারণ ব্যাখ্যা করে সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম
৭ ফেব্রুয়ারি
যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায় ফুটবলের মান বেশি, তাহলে আমি লা লিগাকেই এগিয়ে রাখব। এখানে খেলোয়াড়দের টেকনিক্যাল সামর্থ্য অনেক বেশি। আপনারা যদি দেখেন ইউরোপীয় ক্লাব টুর্নামেন্টগুলোর শিরোপা কারা বেশি জিতেছে, তাতে ইংলিশ ক্লাবগুলোর চেয়ে স্প্যানিশ ক্লাবগুলোই এগিয়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার মধ্যে পার্থক্য কোথায় জানিয়ে দুই লিগেই কাজ করা কোচ মানুয়েল পেলেগ্রিনি
১৪ ফেব্রুয়ারি
১২ মার্চ
তোমার হাতে আরও ৮-৯ বছর আছে। ভারত তোমাকে দরকার হলে হুইলচেয়ারে বসিয়েও খেলাবে। ভারতই তোমাকে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করিয়ে দেবে।বিরাট কোহলিকে শতকের শতক করার পথ ভারতই করে দেবে মন্তব্য করে শোয়েব আখতার
২৩ মার্চ
১৫ মে
গোঁয়ার্তুমি করে আমরা বিষয়টি জটিল করে ফেলেছি। ভারতের ব্রিজ দল পাকিস্তানে এসেছে, কাবাডি দল এসেছে, বেসবল দলও এসেছে। তাহলে সমস্যাটা কী? ভারতের ক্রিকেট দল কেন পাকিস্তানে আসে না!
এশিয়া কাপের জন্য ভারতের পাকিস্তানে যেতে অস্বীকৃতিতে ক্ষোভ প্রকাশ করে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি
১ জুন
জলবায়ু-সংকট এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট নয়, এটা আমাদের সবচেয়ে বড় টেস্ট।
অ্যাশেজের আগে লন্ডনের রাস্তায় ইংল্যান্ড দলের গাড়ি আটকে দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পরিবেশবাদী সংগঠনের জোট জাস্ট স্টপ অয়েল
১ জুন
যখন আপনি দেখবেন এ মূল্যটা কোথায় তৈরি হয়, তাহলে এটিকে ন্যায্যই মনে হবে। হয়তো এখানে-সেখানে একটু পরিবর্তন আসবে। তবে ভারত যে এই দাপুটে অবস্থানে আছে, সেটি তাদের লভ্যাংশ এনে দেওয়া ও খেলাকে এগিয়ে নেওয়ার সামর্থ্যের কারণেই। ১৪০ কোটি মানুষ, একটা খেলা, ১০টি (আইপিএল) দল, একটি আন্তর্জাতিক দল আছে তাদের।আইসিসির লভ্যাংশের ৩৮.৫ শতাংশই ভারত পাবে, এমন ভাগাভাগিকে সমর্থন জানিয়ে ইসিবি–প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড
২ জুন
ভারতের আইসিসি টুর্নামেন্টে শিরোপা না জেতাটা যতটা না সামর্থ্যের কারণে, তার চেয়ে অনেক বেশি মানসিক কারণে। দেখুন, ভারতে ক্রিকেটই জীবন। ভারতে ক্রিকেট সব খেলার মধ্যে এগিয়ে, ক্রিকেটের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অস্ট্রেলিয়াতে আমি রাস্তায় হাঁটতে পারি, হয়তো আমাকে অনেকেই চিনবে না। অস্ট্রেলিয়ায় ক্রিকেটের বাইরেও রাগবি, ফুটবলসহ বিভিন্ন খেলা নিয়ে মানুষের আগ্রহ আছে। অস্ট্রেলিয়াও সেই খেলাগুলোতে যথেষ্ট ভালো। ভারতে ক্রিকেটের দিকেই সবার মনোযোগ। তাই এই খেলায় অনেক চাপ।
ভারত কেন বৈশ্বিক টুর্নামেন্ট জিততে পারে না, সেই ব্যাখ্যায় অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন
৩ জুন
এ বছর সে দলের গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে ছিল। সব সময়ই তাকে দলে পেয়েছি। আমি মনে করি না, তার বিরুদ্ধে করা বিভিন্ন মন্তব্য আর সমালোচনা ঠিক ছিল। সে সব সময়ই দলের প্রয়োজনে ছিল। পুরো মৌসুমে তার সঙ্গ পাওয়াটা সম্মানের ও সৌভাগ্যের ছিল।লিওনেল মেসির পিএসজি ছাড়ার খবর নিশ্চিত করে সংবাদ সম্মেলনে কোচ ক্রিস্টোফার গালতিয়ের
৫ জুন
আমার পরিবারও জানত না। আমি চেয়েছিলাম, আমার অবসরের খবরটা সবাই একসঙ্গে শুনুক।এসি মিলানের হয়ে শেষ ম্যাচ খেলে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ
১০ জুন
১৯ জুন
আমি কখনোই ভাবিনি, বেঁচে থাকতে ওয়েস্ট ইন্ডিজ দলকে এ অবস্থায় দেখব। ক্রিকেটের একটা বড় টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করতে পারছে না, এর চেয়ে বাজে অবস্থা আর হতে পারে না।
ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে দেখে সাবেক উইন্ডিজ ক্রিকেটার কার্ল হুপার
১৭ জুলাই
বছরখানেক ধরে যে মানুষ বলে আসছে ওর মধ্যে রজার (ফেদেরার), রাফা (নাদাল) এবং আমার সংমিশ্রণ আছে, আমি তাতে একমত। ওর মধ্যে তিন বিশ্বসেরার সেরা দিকগুলোই আছে।
উইম্বলডন ফাইনালে হেরে যাওয়ার পর কার্লোস আলকারাজকে নিয়ে নোভাক জোকোভিচ
৩ আগস্ট
ধরা যাক, এই পালাবদলের সময়ে ভারত বাজবল খেলা শুরু করল। ধরা যাক হ্যারি ব্রুকের মতো সব বলেই ব্যাট চালাল কেউ, এরপর আউট হয়ে গেল, আমরা দুটি ম্যাচ হারলাম। এরপর আমরা কী করব? আমরা কি বাজবল এবং খেলোয়াড়দের সমর্থন দেব? আমরা একাদশ থেকে অন্তত চারজনকে বাদ দেব। আমাদের সংস্কৃতি সব সময়ই এমন ছিল। ফলে অন্যদের কাজে এসেছে মানেই আমরা অন্যদের ধরন নকল করতে পারব না।
ভারত কেন ইংল্যান্ডের মতো অতি আক্রমণাত্মক ধারার ‘বাজবল’ ক্রিকেট খেলতে পারবে না, সেই ব্যাখ্যায় রবিচন্দ্রন অশ্বিন
৭ আগস্ট
এখন তো সব ম্যাচই এক শ মিনিটের হয়ে যাবে। ভেবে দেখুন তো, ৪-৩ স্কোরলাইনের একটা ম্যাচে প্রতিবার সময় বাড়ানোর পর একটা করে গোল হচ্ছে, আর এক গোলের জন্য ৩০-৪৫ সেকেন্ড করে সময় বাড়ছে। এভাবে তো আগামীকাল সকাল ৯টা বেজে যাবে। কিন্তু খেলা চলতেই থাকবে।
কমিউনিটি শিল্ড ফাইনালে আর্সেনালের কাছে যোগ করা সময়ে গোল হজম এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে যাওয়ার পর বাড়তি সময় নিয়ে বিরক্তি প্রকাশ করে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
১২ জুন
১৮ সেপ্টেম্বর
এই আতশবাজি ভারত বিশ্বকাপ জিতলেই ফোটাও। আপাতত থাক।শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনের সময়ে আতশবাজি নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা
২৪ অক্টোবর
খেলোয়াড়দের ফিল্ডিং ও ফিটনেস দেখুন। দেখে তো মনে হয়, তারা প্রতিদিন আট কেজি করে খাসির গোশত খায়। তাহলে কি (ফিটনেস) পরীক্ষাটা হওয়া উচিত না?বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ করে টেলিভিশন আলোচনায় ওয়াসিম আকরাম
১৮ নভেম্বর
নিশ্চিত করেই দর্শক থাকবে একপেশে। কিন্তু খেলায় তো এমন বিপুলসংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার চেয়ে সন্তুষ্টির আর কিছু হতে পারে না। আমাদের আগামীকালের লক্ষ্য এটাই।
বিশ্বকাপ ফাইনালে ভারতের লাখো দর্শকের সামনে খেলার চাপ নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স