গোল ঠেকানোর কাজে নেমে গোলের রেকর্ড রামোসের

পেনাল্টি থেকে গোল করার পর রামোস। গতকাল রাতে সেভিয়ার হয়ে চ্যাম্পিয়নস লিগেছবি: এএফপ

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে লাঁসের মাঠে ২-১ গোলে হেরেছে সেভিয়া। ইউরোপা লিগে সাতবারের চ্যাম্পিয়নরা ‘বি’ গ্রুপে তলানির দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও দারুণ এক রেকর্ড গড়েছেন সের্হিও রামোস। সেভিয়ার এই তারকা এখন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ডিফেন্ডার হিসেবে সর্বোচ্চ গোলের মালিক।

রামোসের রেকর্ড গড়া গোলটিও বেশ নাটকীয়। দক্ষতার মিশেল ছিল, সে কথাও বলতে হবে। কারণ, গোলটি যে এসেছে ‘পানেনকা’ পেনাল্টি শটে! ম্যাচে দ্বিতীয়ার্ধের পর হওয়া তিনটি গোলের মধ্যে প্রথম গোলটিও এসেছে পেনাল্টি থেকে। ৬৩ মিনিটে স্পটকিক থেকে লাঁসকে এগিয়ে দেন ফ্রাঙ্কোভস্কি। এরপর ১৬ মিনিট পর পেনাল্টি থেকে গোল করেন রামোস। লাঁসের বক্সে ফাউলের শিকার হন সেভিয়া স্ট্রাইকার ইউসেফ এল-নেসরি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

আরও পড়ুন

ফরাসি ক্লাবটির গোলকিপার সাম্বা রামোসের নেওয়া স্পটকিক রুখেও দেন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি (ভিএআর) জানিয়ে দেয়, রামোস শট নেওয়ার সময় ফরাসি ক্লাবটির গোলকিপার গোললাইন থেকে কয়েক কদম এগিয়ে গিয়েছিলেন, যা আইনসিদ্ধ নয়।

অতএব দ্বিতীয়বার পেনাল্টি নিতে হবে। রামোস এ যাত্রায় খুব ঠান্ডা মাথায় ‘পানেনকা’ শটে বল জালে জড়ান। গোলকিপার তাঁর ডান দিকে ঝাঁপ দিলেও রামোস বুটের আলতো টোকায় বলটা মাঝবরাবর জায়গা দিয়ে চালান করে দেন জালে। আর এই গোলের মধ্য দিয়ে রেকর্ডটি গড়েন ৩৭ বছর বয়সী রামোস।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে করা পোস্টে জানানো হয়, প্রতিযোগিতাটির ইতিহাসে ১৭ গোল করেছেন রামোস। আর কোনো ডিফেন্ডার চ্যাম্পিয়নস লিগে রামোসের মতো এত গোল করতে পারেননি।
গোলটি করার আগে রেকর্ডটি জেরার্ড পিকে ও রবার্তো কার্লোসের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রামোস।

পিকে স্পেন জাতীয় দলে রামোসের একসময়ের সতীর্থ হলেও ক্লাব ফুটবলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় লেগেই থাকত। আর ব্রাজিল কিংবদন্তি কার্লোসের সঙ্গে একসময় কাঁধে কাঁধ মিলিয়ে রিয়ালের হয়ে লড়েছেন রামোস।

আরও পড়ুন

গতকাল রাতে রামোস পেনাল্টি থেকে গোলটি করার আগে তিনজনের গোলসংখ্যাই ছিল সমান—১৬। স্পেন ও রিয়ালেরই সাবেক সেন্টার ব্যাক ইভান হেলগুয়েরাও একসময় রামোসের সতীর্থ ছিলেন। হেলগুয়েরোর গোলসংখ্যা ১৫।

২০০৪ সালে সেভিয়াতে ক্যারিয়ার শুরুর পরের বছর রিয়ালে যোগ দেন রামোস। ২০২১ সালে ক্লাবটি ছাড়ার আগে ১৬ মৌসুমে পাঁচবার লা লিগা জয়ের পাশাপাশি চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রামোস। আর রিয়াল ছাড়ার আগে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগে করে গেছেন ১৫ গোল।

২০২১ সালে পিএসজিতে যোগ দিয়ে ফরাসি ক্লাবটিতে দুই মৌসুম ছিলেন রামোস। এ সময় চ্যাম্পিয়নস লিগে ৮ ম্যাচ খেললেও গোল পাননি। গত সেপ্টেম্বরে সেভিয়ায় ফেরার পর চ্যাম্পিয়নস লিগে পেয়েছেন ২ গোল। এর আগে গত নভেম্বরে গ্রুপ পর্বে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গোল করেছিলেন রামোস। স্পেনের হয়ে একবার বিশ্বকাপ এবং দুবার ইউরোজয়ী এই কিংবদন্তির চ্যাম্পিয়নস লিগে করা ১৭ গোলের ৩টি এসেছে পেনাল্টি থেকে।

আরও পড়ুন