'বিদায়' বললেন জন্মদিনে হ্যাটট্রিক করা পেসার
>আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পিটার সিডল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ১১ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এ পেসার। ৩৫ বছর বয়সী সিডল ৬৭ টেস্টে ৩০.৬৬ গড়ে পেয়েছেন ২২১ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকলেও এ বছর অ্যাশেজে শেষ টেস্টই হয়ে রইল সিডলের ক্যারিয়ারের শেষ ম্যাচ। মেলবোর্ন টেস্টে আজ চতুর্থ দিনের খেলা শুরুর আগে সতীর্থদের অবসর নেওয়ার কথা জানান সিডল। বড়দিনের পরদিন বক্সিং ডে-তে এ টেস্ট শুরুর প্রথম দিনে সিডল মনের কথাটা জানিয়েছিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও।
ফক্স স্পোর্টসকে সিডল বলেন, ‘সঠিক সময় কোনটি তা টের পাওয়া কঠিন। ছোটবেলায় আমি খুব প্রতিভাবান ছিলাম না, ব্যাগি গ্রিন পরতে কঠোর পরিশ্রম করতে হয়েছে, অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতে চেয়েছি। প্রতিবারই অভিজ্ঞতাটা দুর্দান্ত ছিল।’ ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত সিডলকে জন্মদিনে হ্যাটট্রিক করার জন্য মনে রাখবেন অনেকে। ২০১০ সালে গ্যাবা টেস্টে এ নজির গড়েছিলেন তিনি। টানা তিন বলে তুলে নিয়েছিলেন অ্যালিস্টার কুক, ম্যাট প্রায়র ও স্টুয়ার্ট ব্রডকে।
সিডলের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকার ছিলেন শচীন টেন্ডুলকার। ২০০৮ সালে মোহালি টেস্টে টেন্ডুলকারকে তুলে নিয়ে দুর্দান্ত অভিযাত্রাটা শুরু করেছিলেন সিডল। সে টেস্টে আঘাত করেছিলেন গৌতম গম্ভীরের হেলমেটেও। মানসিকভাবে শক্তপোক্ত, টানা ভালো জায়গায় বল করার ক্ষমতার জন্য অধিনায়কদের ভরসা ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেন, ‘সিড (সিডল) অনেক দিন ধরে দলের প্রাণভোমরা। অসাধারণ এক বোলার। দল তাকে মিস করবে।’