'তাসকিন খুব ভালো সেয়ানা'
'সে যে কী কী দুষ্টামি করে তা এটা যদি আপনারা জানতে পারতেন। এটা যদি আমি বলতে পারতাম তাহলে আপনারা বুঝতেন।'
তামিম ইকবাল যখন এ কথাগুলো বলছিলেন লাইভের অন্য প্রান্তের তাসকিন যেন 'নতুন বউ'। আসলে হাসি হাসি মুখে ভীষণ লজ্জা পাচ্ছিলেন তাসকিন। তামিম সিনিয়র ক্রিকেটার। হাঁড়ির খবর বের করে দিলেও তাসকিন তো আর তাঁকে জোর করে থামাতে পারেন না!
তবে তাসকিন যে মজা পাচ্ছিলেন সেটি বোঝা যাচ্ছিল তাঁর হাসিমাখা মুখ দেখে। তখন শ্রোতার ভূমিকায় আরেক ক্রিকেটার রুবেল হোসেনও উপভোগ করছিলেন তাসকিনের বেকায়দায় পড়া। তাসকিনের শিশুসুলভ মুখটা দেখে বোঝা যায় না তিনি কতটা দুষ্ট, কাল ফেসবুক লাইভে এ বিষয়টিই ভেঙে বলে দেন ওয়ানডে অধিনায়ক তামিম। করোনা-কালে কাল জাতীয় দলের তিন ক্রিকেটারের লাইভ জমেছিল বেশ।
তামিম বলেন, 'সে কত সেয়ানা তার একটা উদাহরণ দেই। আমরা খুলনায় ছিলাম, টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্প ছিল ( তাসকিন এ সময় লাইভে মাথা নিচু করে থাকায় তামিম তাকে বলেন, এই এত ভদ্র সাজস ক্যান তাসকিন? আমার দিকে দেখ)। একদিন চিন্তা করলাম ছেলেটাকে একটু বোঝাই। ছেলেটা (তাসকিন) বাংলাদেশে বড় কিছু হতে পারে। তাসকিনকে একদিন নিজের কামরায় ডেকে অনেক কথা বুঝিয়েছি। এভাবে কর, সেভাবে কর, এভাবে করিস না ইত্যাদি। তাসকিনও খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনল। বলল, ভাইয়া এভাবে করে তো আমাকে কেউ কখনো বোঝায়নি। এভাবে বোঝালে আমি জীবনে কখনো খারাপ কাজ করতাম না। সব সময় এভাবে চলতাম।'
তামিম এরপর বলেন, 'তাসকিন যখন এ কথা বলে চলে গেল নিজেকে নিয়ে খুব গর্ব লাগছিল। মনে হচ্ছিল, একটা ভালো কাজ করেছি। একটা ছেলেকে বোঝালাম। নিশ্চয়ই আমার কথা কিছু হলেও কাজে দেবে। তারপর দুই দিন তিন দিন পর দেখি তাসকিন একই কাজ করে, একই দুষ্টুমি করে। সপ্তাহ দুয়েক পর আমাদের আরেক সিনিয়র ক্রিকেটারকে দেখলাম, তাসকিনকে ডেকে আমার মতো একইভাবে বোঝাচ্ছে। তাসকিন দেখি ঠিক আমাকে যেভাবে বলেছে সেভাবেই তাকে বলছে, ভাইয়া এভাবে তো কেউ কোনোদিন বোঝায়নি...এভাবে বোঝালে আমি আর করতাম না। আমি ওইদিন বুঝতে পারছি তাসকিন কত সেয়ানা। ও আমাদের দুই-তিনবার করে বিক্রি করে দেবে কিছু টের পাব না।'
তামিম এ কথাগুলো বলার সময় তাসকিনের মুখের অবস্থা ছিল দেখার মতো। যেন লজ্জায় গলে পড়ছেন জাতীয় দলে খেলা এ পেসার। সিনিয়র পেসার রুবেলও খুব মজা পাচ্ছিলেন। তাসকিন আত্মপক্ষ সমর্থন করে নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি। তামিম তখনো বলে যাচ্ছেন, 'তুই যে কী সেয়ানা এটা যদি আমি কাউকে বোঝাতে পারতাম...।'