৮ বছর পর টেস্ট দলে এনামুল

ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন এনামুল হক, এবার সুযোগ পেয়ে গেলেন টেস্ট দলেইসংগৃহীত

টেস্ট দলে বদল যে আনতেই হচ্ছে, তা নিশ্চিত ছিল। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রস্তুতি ম্যাচে মেরুদণ্ডে চোট পান ইয়াসির আলী। তাঁর বদলে এখন এনামুল হককে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে যাওয়া হচ্ছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৩ সালে টেস্টে অভিষিক্ত এনামুল বাংলাদেশের হয়ে ৪টি টেস্ট খেলেছেন, যার সর্বশেষটি ২০১৪ সালের সেপ্টেম্বরে। প্রতিপক্ষ? ওয়েস্ট ইন্ডিজ! ৮ বছর পর ক্যারিবিয়ানে ফিরছে ২৯ বছর বয়সী এনামুলের টেস্ট ক্যারিয়ারের পরের অধ্যায়।

সেটি হয়তো শুধু ফর্মের কারণে হলেই বেশি খুশি হতেন এনামুল। ফর্ম অবশ্য তাঁর দারুণই আছে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য ধারাবাহিকতায় ১৫ ম্যাচে ১১৩৮ রান করেছেন এনামুল। ৯টি ফিফটি, ৩টি সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস ১৮৪ রানের। এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন। কিন্তু টেস্ট দলে তাঁর দরজা খুলে গেল ইয়াসিরের চোটে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির আলী
ফাইল ছবি

বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর প্রস্তুতি ম্যাচে দুঃসংবাদটা পায়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ের সময় পিঠের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন ইয়াসির আলী। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার পর গতকাল তাঁর পিঠের স্ক্যান করানো হয়।

সেই স্ক্যানে তাঁর মেরুদণ্ডের নিচের অংশে সমস্যা ধরা পড়েছে। বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। এ কারণে তাকে (ইয়াসির আলী) টেস্ট সিরিজে পাওয়া যাবে না।’

ইয়াসিরের বদলি হিসেবে শেষ মুহূর্তে সুযোগ পাওয়া এনামুল ১৭ জুন অ্যান্টিগার বিমানে চড়বেন বলে বিসিবির বিবৃতিতে জানানো হয়েছে। আগামীকাল অ্যান্টিগাতেই শুরু সিরিজের প্রথম টেস্ট।