২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

৬ দিন চলবে মুশফিকের ব্যাটের নিলাম

মুশফিকুর রহিম । ফাইল ছবি: প্রথম আলো
মুশফিকুর রহিম । ফাইল ছবি: প্রথম আলো
>গতকাল রাতে নিলামে তোলা হয়েছে মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট। ছয়দিন ব্যাপী নিলাম শেষ হবে ১৪ মে রাত ১০ টায়।

২০১৩ সালে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে করা নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলেছেন মুশফিকুর রহিম। করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের সহযোগিতায় মুশফিকের ব্যাটের নিলাম শুরু হয়ে গেছে গতকাল রাতেই। ছয়দিন ব্যাপী নিলামে ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা। ১৪ মে রাতে শেষ হবে নিলাম পক্রিয়া।

বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের ব্যাটটি নিলামে তুলেছে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টস ফর লাইভ। একই প্রতিষ্ঠানের অধীনে গতকাল রাতে অনলাইন নিলামে তোলা হয়েছে অনূর্ধ্ব– ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস এবং মোসাদ্দেক হোসেন ও নাঈম শেখের ব্যাট। খেলোয়াড়দের সঙ্গে নিলামে তোলা হয়েছে ক্রিকেট সংগ্রাহক জসীম উদ্দিনের সংগ্রহে থাকা মাশরাফি বিন মুর্তজার স্বাক্ষরযুক্ত একটি ক্যাপ এবং ২০১১ বিশ্বকাপের বাংলাদেশ দলের খেলোয়াড়দের স্বাক্ষরযুক্ত একটি ব্যাট। ১৪ মে রাত দশটার আগ পর্যন্ত নিলামকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে যথাযথ নিয়ম মেনে তোলা যাবে এগুলোর দাম।

গতকাল নিলামের প্রথম দিনেই অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল মুশফিকুর রহিমের ব্যাটের দাম। এক পর্যায়ে দাম উঠে গিয়েছিল ৩২ লাখ টাকা। এতে আয়োজকদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। ৩২ লাখ টাকা দাম কে বললেন, খোঁজখবর নিয়ে তার কোনো পরিচয়ও পাওয়া যায়নি।

নিলাম পক্রিয়ায় স্বচ্ছতা আনতে তাই এখন সতর্ক হয়েছেন আয়োজকেরা । ক্রেতা যাচাই –বাছাইয়ের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম যোগ করা হবে বলে জানালেন আয়োজক প্রতিষ্ঠানের পরামর্শক বর্ষণ কবির, 'গতকাল রাতের পর আমরা সঠিক ক্রেতা যাচাইয়ের জন্য নতুন কিছু বিষয় যোগ করতে যাচ্ছি। এক সঙ্গে বেশি দাম তোলা যাবে না। এছাড়া ক্রেতার সঙ্গে যোগাযোগ করে কিছু গ্যারান্টি মানিও নেওয়া হতে পারে। পরবর্তীতে সে নিলামে না কিনতে পারলে তাঁর টাকা ফেরত দেওয়া হবে।'

অনূর্ধ্ব– ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলির জার্সি ও গ্লাভসের ভিত্তিমূল্য এক লাখ টাকা। জাতীয় দলের দুই খেলোয়াড় মোসাদ্দেক হোসেন ও নাঈম শেখও নিলামে তুলেছেন তাঁদের ব্যাট। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ওয়েস্টইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২৪ বলে ৫২ রান করে ম্যাচ সেরা হন মোসাদ্দেক। তাঁর সেই ব্যাট নিলামে উঠেছে তিন লাখ টাকা ভিত্তিমূল্যে।নাঈমের ব্যাটের মূল্য ধরা হয়েছে এক লাখ টাকা। গত বছর টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া নাঈম নাগপুরে ভারতের বিপক্ষে টি –টোয়েন্টিতে ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন। নিলামে তোলা হয়েছে সেই ব্যাটটিই।

একই প্রতিষ্ঠানের অধীনে নিলামে উঠেছে ক্রিকেট স্মারক সংগ্রাহক স্মারক জসিম উদ্দিনের সংগ্রহে থাকা মাশরাফির অটোগ্রাফযুক্ত একটি ক্যাপ ও ২০১১ বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট। ক্যাপ ও ব্যাটের ভিত্তিমুল্য যথাক্রমে এক ও দেড় লাখ টাকা।

১৪ মে শেষ হবে অনলাইন নিলাম। সেদিনই জানা যাবে নিলামে কেনা ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়। নিলামকারী প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী নিলাম থেকে অর্জিত অর্থের একটি অংশ ব্র্যাকের মাধ্যমে অসহায় মানুষদের সহায়তায় প্রদান করা হবে। বাকি অংশ দিয়ে অসহায় মানুষদের সহায়তা করবেন খেলোয়াড়েরা নিজেরাই।