৪৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম...

সরফরাজের বিদায়ে কিউইদের উল্লাস। অধিনায়ক হিসেবে দলের বিপদে হাল ধরতে পারেননি সরফরাজ। ছবি: এএফপি
সরফরাজের বিদায়ে কিউইদের উল্লাস। অধিনায়ক হিসেবে দলের বিপদে হাল ধরতে পারেননি সরফরাজ। ছবি: এএফপি
আবুধাবি টেস্টে নিউজিল্যান্ডের কাছে ১২৩ রানে হেরেছে পাকিস্তান। টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।


হেনরি নিকোলসের অপরাজিত সেঞ্চুরিতে (১২৬) ভর করে ৭ উইকেটে ৩৫৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। এতে জয়ের জন্য ২৮০ রানের লক্ষ্য পেয়েছিল পাকিস্তান। হাতে ছিল ৭৯ ওভার। ব্যাটিংয়ে নেমে আজ টেস্টের শেষ দিন মধ্যাহ্নবিরতির আগেই হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল পাকিস্তানের। ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলার পর আর কী–ই–বা করা যেতে পারে! এরপর যা হওয়ার তা–ই হয়েছে। ১৫৬ রান অলআউট হয়ে আবুধাবি টেস্টে ১২৩ রানে হেরেছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল নিউজিল্যান্ড।

পাকিস্তানের বিপক্ষে ৪৯ বছর পর ‘অ্যাওয়ে’ টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। সর্বশেষ ১৯৬৯ সালে পাকিস্তানে গিয়ে সিরিজ জিতেছিল কিউইরা। ৯ বছর ধরে তো পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। এখন সংযুক্ত আরব আমিরাতই তাদের ‘ঘরের মাঠ’।
দ্বিতীয় সেশনে সরফরাজ ও বাবর আজম মিলে স্রোতের প্রতিকূলে কিছুটা লড়াই করেছেন। ষষ্ঠ উইকেটে ৪৩ রানের জুটি গড়েছিলেন দুজন। এটিই পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি। পরে বাকিদের আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৫১ রান এসেছে বাবরের ব্যাট থেকে। কিউইদের দুই স্পিনার আজাজ প্যাটেল ও উইলিয়াম সমারভিল ৩টি করে উইকেট নিয়েছেন। পেসার টিম সাউদিও নিয়েছেন ৩ উইকেট।

২৮০ রান তাড়া করতে নেমে দলীয় ১৯ রানে সাউদির বলে বোল্ড হন সদ্য টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়া মোহাম্মদ হাফিজ। নিয়মিত বিরতিতে আউট হয়েছেন আজহার আলী, হারিস সোহেল, আসাদ শফিক আর ইমাম-উল-হক। এর আগে ৪ উইকেটে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা নিউজিল্যান্ড দিনের প্রথম বলেই হারায় অধিনায়ক কেইন উইলিয়ামসের উইকেট, তাঁকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন পাক পেসার হাসান আলি। পরে ডি গ্র্যান্ডহোম ও ওয়াটলিং আউট হয়ে গেলেও আরেক দিকে উইকেট আঁকড়ে ছিলেন নিকোলস, ১২ চারের সাহায্যে ২৬৬ বলে ১২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ৭ উইকেটে ৩৫৩ করে ইনিংস ঘোষণা দেয় নিউজিল্যান্ড। ৪ উইকেট নিয়ে ইয়াসির শাহ সবচেয়ে সফল বোলার ছিলেন পাকিস্তানের।