১৮ রানে ৯ উইকেট, সঙ্গে হ্যাটট্রিক
৭.৩ ওভার। ৩ মেডেন। ১৮ রান।
৫০ ওভারের ম্যাচে কোনো উইকেট না থাকলেও এমন বোলিং ফিগারকে দারুণ বলতে হয়। তবে তন্ময় আহমেদ এ বোলিং ফিগারকে প্রায় ‘অবিশ্বাস্য’ বানিয়ে ফেলেছেন ৯টি উইকেট নিয়ে!
ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে এ কীর্তি গড়েছেন ঢাকা ওয়ান্ডারার্সের বাঁহাতি স্পিনার তন্ময় আহমেদ। আজ বিকেএসপিতে বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের বিপক্ষে এমন বোলিং করেন তিনি।
৯ উইকেট নেওয়ার পথে তন্ময় করেছেন হ্যাটট্রিকও। বিকেএসপির ৩ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ঢাকা ওয়ান্ডারার্স। তন্ময়ের অমন বোলিংয়ের পর পুলিশ দল তুলতে পেরেছে মাত্র ৪৪ রান। ২০.৩ ওভারেই সব কটি উইকেট হারিয়ে ফেলে তারা। তন্ময়ের হ্যাটট্রিকেই শেষ হয় পুলিশের ইনিংস।
জবাবে ঢাকা ওয়ান্ডারার্স ৪৫ রান তুলে ফেলে ১২.৩ ওভারে। মাত্র ১ উইকেট হারিয়ে, ৯ উইকেটের বিশাল জয় পায় তারা।
৭.৩ ওভার। ৩ মেডেন। ১৮ রান। এর পাশাপাশি ৯ উইকেটও নিয়েছেন তন্ময়, সে পথে করেছেন হ্যাটট্রিকও।তন্ময়ের অমন বোলিংয়ের পর পুলিশ দল তুলতে পেরেছে মাত্র ৪৪ রান। তন্ময়ের হ্যাটট্রিকেই ২০.৩ ওভারে শেষ হয় পুলিশের ইনিংস।
দুই গ্রুপে ২৪টি দল নিয়ে শুরু হয়েছিল এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট। সেখান থেকে ১২টি দল এসেছে সুপার লিগে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো।
আজ দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে লালমাটিয়া ক্লাব ও ধানমন্ডি প্রগতি সংঘ। আগে ব্যাটিং করে লালমাটিয়া তোলে ৮ উইকেটে ২৭৯ রান, মোহাম্মদ ওমর ফারুক করেন ৮৭ রান। জবাবে বারিধারা ড্যাজলার্স ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলতে পারে ২৪৪ রান।
অন্যদিকে আগে ব্যাটিং করা অ্যাম্বার স্পোর্টিং ক্লাবকে ১৮০ রানে থামায় ধানমন্ডি প্রগতি। আরিফুল ইসলাম নেন ৪ উইকেট। রানতাড়ায় ৩৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ধানমন্ডি প্রগতি সংঘ। মইনুল হোসেন করেন ৬৯ রান।