১৮ বছরে পা রেখে বাংলাদেশই সবচেয়ে পিছিয়ে
>২০০০ সালে এই দিনে প্রথম টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে সেই ম্যাচ দিয়ে টেস্ট আঙিনায় পা রেখেছিল বাংলাদেশ। টেস্ট আঙিনায় পা রাখার প্রথম ১৮ বছরে কেমন ছিল অন্যান্য দল?
১৮ বছর আগে এই দিনে প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই দেড় যুগে বাংলাদেশের টেস্ট খেরোখাতার পাতায় পাতায় অর্জন আর সাফল্যের পাশে আছে হতাশার রেকর্ডও। আসুন দেখে নেই টেস্ট আঙিনায় পা রাখার প্রথম ১৮ বছরে কেমন ছিল দলগুলোর পারফরম্যান্স:
দেশ | ম্যাচ | জয় | হার | ড্র | সাফল্য হার |
অস্ট্রেলিয়া | ৪৩ | ১৪ | ২৩ | ৬ | ৩৯.৫% |
ইংল্যান্ড | ৪৬ | ২৬ | ১৪ | ৬ | ৬৩.০% |
দক্ষিণ আফ্রিকা | ১৬ | ৪ | ১১ | ১ | ২৮.১% |
ওয়েষ্ট ইন্ডিজ | ২২ | ৪ | ১২ | ৬ | ৩১.৮% |
নিউজিল্যান্ড | ১৬ | ০ | ৬ | ১০ | ৩১.৩% |
ভারত | ২০ | ০ | ১১ | ৯ | ২২.৫% |
পাকিস্তান | ৫৯ | ১০ | ১৭ | ৩২ | ৪৪.১% |
শ্রীলঙ্কা | ৯৬ | ১৬ | ৩৮ | ৪২ | ৩৮.৫% |
জিম্বাবুয়ে | ৮৩ | ৮ | ৪৯ | ২৬ | ২৫.৩% |
বাংলাদেশ | ১০৯ | ১০ | ৮৩ | ১৬ | ১৬.৫% |