১০০০তম ওয়ানডে খেলতে নামবে আজ ভারত
নামটা বদলে গেছে। পুনর্নির্মাণের পর আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামের নাম হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তবে মোতেরা স্টেডিয়াম নামেই বেশি পরিচিত ভেন্যুটির ভাগ্য বদলায়নি এতটুকু। এই ভেন্যুতেই টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন সুনীল গাভাস্কার। এই ভেন্যুতেই স্যার রিচার্ড হ্যাডলিকে টপকে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছিলেন কপিল দেব। সেই মোতেরাতেই আজ নতুন এক দিগন্ত দেখবে ক্রিকেট।
আহমেদাবাদের এই মাঠেই যে আজ ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০০তম ওয়ানডে খেলতে নামছে ভারত! ঐতিহাসিক ম্যাচটিতে স্বাগতিকদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজ, ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে যাদের হারিয়ে ভারতীয় ক্রিকেটে রেনেসাঁ এনেছিল কপিল দেবের দল।
১৯৭৪ সালে প্রথম ওয়ানডে খেলা ভারত ১৯৮৩ বিশ্বকাপটা খেলতে নেমেছিল মাত্র ৩৬ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে। শুরুতে ওয়ানডে খেলায় অন্যদের চেয়ে অনেক পিছিয়ে থাকা ভারত ২০০৭ সালে ম্যাচের সংখ্যায় ছাড়িয়ে যায় অন্য সবাইকে।
মাইলফলক ছোঁয়ার সেই ম্যাচটিকে মনে রাখতেই আমাদের এই বিশেষ আয়োজন।