১০০ বলের ক্রিকেটের খোঁজখবর নিচ্ছে ভারত

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী হান্ড্রেড টুর্নামেন্ট নিয়ে কিছু বলেননিছবি: এএফপি

ক্রিকেটে নতুন সব সংস্করণ বের করার বুদ্ধি ভালোই আছে ইংল্যান্ডের। টি-টোয়েন্টির পর ১০০ বলের ‘দ্য হান্ড্রেড’ সংস্করণ নিয়ে এসেছে তারা। এ বছর হান্ড্রেডের প্রথম সংস্করণ মাঠে গড়ানোর কথা থাকলেও করোনাভাইরাস মহামারির জন্য তা পিছিয়ে আগামী বছর নেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই ১০০ বলের সংস্করণ ভালোই মনে ধরেছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিদায়ী চেয়ারম্যান কলিন গ্রেভস জানিয়েছেন, হান্ড্রেড টুর্নামেন্টের ব্যাপারে খোঁজ খবর নিয়েছে বিসিসিআই।

আইপিএলের মতোই ৮ দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিল ইসিবি। ক্রিকেটে ‘নতুন দর্শক’ তৈরির জন্য এ টুর্নামেন্ট চালু করতে চায় তারা। ‘নারী, শিশু ও পরিবার—মূলত যারা নিয়মিত মাঠে আসেন না তাদের জন্য এ টুর্নামেন্ট’—এর আগে বলেছে ইসিবি। তাদের বিশ্বাস, নতুন সংস্করণের এ টুর্নামেন্ট থেকে ‘মিলিয়ন মিলিয়ন পাউন্ড’ আয় করা সম্ভব, যা ইংলিশ ক্রিকেটের তৃণমূল পর্যায়ে কাজে লাগানো যাবে।

তবে এখন দেখা যাচ্ছে ইংলিশদের মস্তিষ্কপ্রসূত এ সংস্করণ নিয়ে ভারতের আগ্রহও কম নয়। গ্রেভস বলেন, ‘বাইরে কিছু দেশের—বিশেষ করে ভারতের—এটি নিয়ে আগ্রহ আছে। গত বছর থেকে তারা এ নিয়ে আমার সঙ্গে নিয়মিত কথা বলছে। অর্থাৎ বহির্বিশ্বে এটা ভালোই আলোড়ন তুলেছে।’ বিসিসিআই অবশ্য এ টুর্নামেন্ট নিয়ে সংবাদ মাধ্যমকে কখনো কিছু বলেনি। আর কাল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে কোনো মন্তব্য পায়নি ক্রিকইনফো।

দ্বিপক্ষীয় ক্রিকেটের বাইরে বিসিসিআই বরাবরই আইপিএলের ব্যাপ্তি বাড়ানো নিয়ে আগ্রহী। এর আগে একবার মিনি-আইপিএল আয়োজন করতে চেয়েছিল তারা। কিন্তু ঠাসা সূচির কারণে তা সম্ভব হয়নি। তা ছাড়া দুই বছর আগে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ১০০ বলের টুর্নামেন্ট নিয়ে বলেছিলেন, ‘একটির বেশি সংস্করণ ভাবতে পারি না।’ তিনি আরও বলেছিলেন, ‘মানসম্পন্ন ক্রিকেট নয়, বাণিজ্যিক বিষয়গুলো জায়গা করে নিচ্ছে, এটা আমাকে কষ্ট দেয়।’

অবশ্য হান্ড্রেড টুর্নামেন্টের পক্ষেও কথা বলার লোক আছে। রাজস্থান রয়্যালসের মালিকানায় থাকা মনোজ বাদালে বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালকে বলেন, হান্ড্রেড টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের খেলানোটা ‘অগ্রাধিকার’ দেওয়া উচিত বিসিসিআইয়ের। তাঁর ভাষায়, ‘এই দেশে (ইংল্যান্ডে) হান্ড্রেডের সম্ভাবনা বাড়াতে ভারতীয় খেলোয়াড়দের অংশ নেওয়াটা আমার কাজের তালিকায় ওপরের দিকেই থাকত। হয়তো একটু সময় লাগবে। কিন্তু কৌশলগত দিক থেকে এটা দারুণ হবে।’

হান্ড্রেড টুর্নামেন্টের স্বত্ব ইংল্যান্ডের। করোনা মহামারির কারণে আর্থিক সমস্যায় রয়েছে ইসিবি। এ কারণে হান্ড্রেড টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের কথা ভাবতে পারে তারা। সেটি হলে সুযোগটা নিতে চান কলকাতা নাইট রাইডার্সের মালিক ভেঙ্কি মাইসোর, ‘এটা (বেসরকারি বিনিয়োগ) টুর্নামেন্টকে আরও বড় করবে।’