পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ তিনটি ম্যাচ জিতেছেন বাংলাদেশের মেয়েরা। আর আজ হ্যামিল্টনে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে সেই ব্যাপারটিই যেন আত্মবিশ্বাস হয়ে ছিল বাংলাদেশের জন্য। অধিনায়ক নিগার সুলতানা সামনে থেকে নেতৃত্ব দিলেন। ফারজানা হকের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি গড়লেন ৯৬ রানের। আর এতেই ৭ উইকেটে ২৩৪ রান তুলেছে বাংলাদেশ। এটি ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার নিদা দার। ১৭ রানে ফেরেন শামীমা। যদিও শারমিন আখতারের ব্যাট চলেছে। তিনি করেন ৪৪ রান। তিনি আউট হন ওমানিয়া সোহাইলের বলে বোল্ড হয়ে। এর পরপরই তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা আর ফারজানা হকের ৯৬ রানের জুটি। ফারজানার ব্যাট থেকে আসে ১১৫ বলে ৭১ রান। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। নিগার করেন ৪৬, তিনি এলবিডব্লু হন ফাতিমা সানার বলে।
এই জুটির পর রুমানা আহমেদ করেন ১৬। এ ছাড়া ঋতু মনির ১১ আর সালমা খাতুনের ১১ ছাড়া বড় স্কোর আর কারও নেই। শেষ ১০ ওভারে বাংলাদেশের মেয়েরা ৫৯ রানের বেশি করতে পারেননি।