হেটমায়ারের স্ত্রীকে নিয়ে বেফাঁস কথা বলে বিপদে গাভাস্কার
কোনো একজন বোলার বোলিংয়ে এলে বা ব্যাটসম্যান ব্যাট হাতে নামলে তাঁকে নিয়ে ধারাভাষ্যকারেরা কিছু না কিছু বলেন। কাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমায়ার যখন ক্রিজে আসেন, ধারাভাষ্যকক্ষে মাইক্রোফোন ছিল সুনীল গাভাস্কারের হাতে। কিংবদন্তি ক্রিকেটার হেটমায়ারকে নিয়ে কিছু বলতে চাইলেন এবং বললেনও। তবে তিনি যা বলেছেন, সেটা নিয়ে পড়েছেন সমালোচনার মুখে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা!
গাভাস্কার যদি শুধু হেটমায়ারকে নিয়ে কিছু বলতেন, তাহলে কোনো সমস্যা হয়তো হতো না। কিন্তু ভারতের সাবেক ব্যাটসম্যান হেটমায়ারকে নিয়ে বলতে গিয়ে টেনে এনেছেন তাঁর স্ত্রী এবং সদ্যোজাত সন্তানকে। এটা সবাইকে বিরক্ত করেছে। গাভাস্কারের মতো একজনের কাছ থেকে এমনটা আশা করেননি অনেকেই। কেউ কেউ তো সমালোচনা করার জন্য ভাষাও হারিয়ে ফেলেছেন।
ঘটনাটা রাজস্থানের ইনিংসের ১৫তম ওভারে। রাজস্থানের ব্যাটসম্যান যশস্বী জয়সোয়াল আউট হওয়ার পর ক্রিজে আসেন হেটমায়ার। তাঁকে নিয়ে তখনই বলতে শুরু করেন গাভাস্কার। দু–একটা কথা বলার পর তিনি একটি ঘটনা টেনে আনেন। কদিন আগে হেটমায়ারের স্ত্রী প্রথম সন্তানের জন্ম দেন। গাভাস্কার বলেছেন, ‘হেটমায়ারের স্ত্রী তো প্রসব করেছেন। হেটমায়ার কি রয়্যালসের জন্য প্রসব করতে পারবেন?’
প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য দেশে গিয়েছিলেন হেটমায়ার। ফিরে এসে কালই আবার খেলেছেন রয়্যালসের জন্য। হেটমায়ার যখন ব্যাটিংয়ে নামেন, রয়্যালসের রান তখন ৪ উইকেটে ১০৪। জয়ের জন্য দলটির তখনো ৩১ বলে প্রয়োজন ছিল ৪৭ রান। হেটমায়ার তেমন কিছুই দিতে পারেননি রাজস্থান রয়্যালসকে। ৭ বলে ৬ রান করে আউট হয়ে গেছেন তিনি। ম্যাচটি অবশ্য জিতেছে রাজস্থান। রবিচন্দ্রন অশ্বিনের ২৩ বলে অপরাজিত ৪০ রানের ইনিংসে ২ বল হাতে রেখে চেন্নাইকে তারা হারিয়েছে ৫ উইকেটে।
হার–জিত ছাপিয়ে এই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা গাভাস্কারের বেফাঁস মন্তব্য নিয়েই। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘সুনীল গাভাস্কার কেমন মানুষ?’ একজন আবার টুইট করেছেন, ‘আমি তো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।’ আরেক টুইটার ব্যবহারকারী গাভাস্কারের সমালোচনা করেছেন এভাবে, ‘এর আগে তিনি বিরাট ও আনুশকাকে নিয়ে মন্তব্য করেছেন। এবার হেটমায়ারকে নিয়ে...এটা দুঃখজনক। এমন লোককে কেন ধারাভাষ্যে কক্ষে ডাকা হয়?’