২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হাসপাতালে আকরাম খান

আকরাম খান।ফাইল ছবি প্রথম আলো

করোনা পজিটিভ হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। খুব বেশি জটিলতাও নেই তাঁর। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে আজ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম প্রথম আলোকে মুঠোফোনে বলেছেন, ‘বাসায় ভালোই চিকিৎসা চলছিল। তবে দুদিন ধরে কাশি একটু বেশি হচ্ছিল। সে জন্য চিকিৎসকের পরামর্শে আকরামকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই দোয়া করবেন।’

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
ছবি: প্রথম আলো

সাবিনা আকরাম জানান, আকরাম খানের ফুসফুস ৩০ ভাগ সংক্রমিত হয়েছে। আকরাম খানের বাসার অন্যদের কোভিড পরীক্ষা করা হলেও তাদের সবার ফল নেগেটিভ এসেছে বলেও জানিয়েছেন সাবিনা আকরাম।

ওদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও জানিয়েছেন, ‘ওনার অবস্থা স্থিতিশীল আছে। তারপরও এসব ক্ষেত্রে যেহেতু অনেক সময় দ্রুত অবস্থার অবনতি হয়, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি ভালো আছেন।’ গত ১০ এপ্রিল আকরাম খান করোনা পজিটিভ হন।