স্ত্রীর সেবায় ক্রিকেট থেকে দূরে স্ট্রাউস
>গত ডিসেম্বরে স্ত্রীর ক্যানসার ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই সংগ্রাম করেই সময় কাটছে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও তাঁর পরিবারের। এই মুহূর্তে ইংলিশ বোর্ডের ক্রিকেট পরিচালক স্ট্রাউস স্ত্রীর সেবায় চাকরি থেকে দূরেই থাকতে চান।
ক্রিকেট ছাড়ার পর যেন ব্যস্ততা আরও বেড়েছে অ্যান্ড্রু স্ট্রাউসের। ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক এখন দায়িত্ব পালন করছেন ক্রিকেট পরিচালক হিসেবে। ইংলিশ ক্রিকেট কোন পথে চলবে, কীভাবে চলবে জাতীয় দলের কার্যক্রম—সবকিছুই ক্রিকেট পরিচালকের কাজের আওতাভুক্ত। ব্যস্ততার যেন শেষ নেই। তবে স্ট্রাউসকে সেই ব্যস্ততা থেকে ছুটিই নিতে হচ্ছে। স্ত্রীর দুরারোগ্য ক্যানসার—স্ট্রাউস ক্রিকেট বোর্ডের কাজ ছেড়ে আপাতত সময় দেবেন স্ত্রীকেই।
এই সরে দাঁড়ানোটা অবশ্য সাময়িক। ডিসেম্বরে ক্যানসার ধরা পড়ার পর তাঁর স্ত্রীর চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অংশ শুরু হচ্ছে খুব শিগগিরই। স্ট্রাউস এই সময়টা স্ত্রীর পাশেই থাকতে চান, ‘অনেকেই হয়তো জানেন, ডিসেম্বরে আমার স্ত্রীর ক্যানসার ধরা পড়েছে। সৌভাগ্যক্রমে এখনো পর্যন্ত তাঁর চিকিৎসা ভালোই হয়েছে। তবে চিকিৎসার নতুন অংশটা যথেষ্ট চ্যালেঞ্জিং। এই সময় স্ত্রী ও পরিবারের পাশে থাকাটা খুবই প্রয়োজন।’
স্ট্রাউসের অবর্তমানে ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসিবির এলিট কোচিং স্টাফ সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।