সেঞ্চুরিয়নে ডি কক থেকে সাবধান

জোহানেসবার্গে ডি ককের সামনে দাঁড়াতে পারেননি বাংলাদেশের বোলাররাছবি: এএফপি

সেঞ্চুরিয়নে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলেননি কুইন্টন ডি কক। সে ম্যাচে ৩৮ রানের ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ঐতিহাসিক বলতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন সংস্করণ মিলিয়ে সেটিই প্রথম জয় বাংলাদেশের।

আজ একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। কুইন্টন ডি কক খেলবেন এ ম্যাচে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ককের পরিসংখ্যান দেখে ভাবনাটা জাগতেই পারে, দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান প্রথম ম্যাচে খেললে বাংলাদেশের জয় তুলে নেওয়া কঠিনই হতো।

জোহানেসবার্গের দ্বিতীয় ম্যাচে ডি কক খেলেছিলেন, আর ব্যাট হাতে রীতিমতো খুন করেছেন বাংলাদেশি বোলারদের। দ্বিতীয় ম্যাচ সহজে জিতে সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিনে আজকের ম্যাচটি তাই সিরিজ–নির্ধারণী।

কিন্তু সেঞ্চুরিয়নের এ ম্যাচে বাংলাদেশের মাথাব্যথার কারণ হতে পারেন ডি কক। সেটি সুপারস্পোর্ট পার্কে তাঁর ব্যাটিং পরিসংখ্যানের কারণে। দক্ষিণ আফ্রিকার বর্তমান দলের সব খেলোয়াড়ের মধ্যে এ মাঠে ককের রানসংখ্যাই বেশি। ৪ শতক এবং ১ অর্ধশতকে ১০ ম্যাচে ৭০.৯০ গড়ে তুলেছেন ৭০৯ রান। ওয়ানডে ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ ১৭৮ রানের ইনিংসও এই সুপারস্পোর্ট পার্কেই।

সেঞ্চুরিয়নে বরাবরই চওড়া হয়ে ওঠে ডি ককের ব্যাট
ছবি: এএফপি

এ মাঠে ওয়ানডেতে সেটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ককের চেয়ে এ মাঠে রান তোলায় এগিয়ে শুধু হাশিম আমলা (৯০৪), গ্রায়েম স্মিথ (৮৬১) ও জ্যাক ক্যালিস (৭৮১)। কিন্তু এই তিন প্রোটিয়া কিংবদন্তির কেউ ব্যাটিং গড়ে কককে ছাপিয়ে যেতে পারেননি। সুপারস্পোর্ট পার্কে অন্তত ১০ ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে ককের ব্যাটিংগড়–ই সর্বোচ্চ (৭০.৯০)। শতকসংখ্যায় তাঁর চেয়ে এগিয়ে শুধু আমলা (৫)।

অসুস্থতার জন্য সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে খেলতে পারেননি কক। জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচে দলে ফিরেই খেলেছেন ৪১ বলে ৬২ রানের ইনিংস। ওয়ান্ডার্সের উইকেটে অসমান বাউন্সে বাংলাদেশ ভুগলেও তাঁর স্ট্রোক খেলতে কোনো সমস্যা হয়নি। ২ ছক্কা ও ৯ চারে ইনিংসটি সাজান।

অর্থাৎ অসুস্থতা থেকে ফিরলেও তাঁর ফর্ম নিয়ে কোনো সন্দেহ নেই। সেঞ্চুরিয়ন তাঁর জন্য পয়া মাঠ হওয়ায় আজ শেষ ম্যাচে তাঁকে যত দ্রুত আউট করতে পারবে, ততই মঙ্গল বাংলাদেশের জন্য।

জোহানেসবার্গে রাবাদার তোপে বিধ্বস্ত হয় বাংলাদেশের টপ অর্ডার
ছবি: এএফপি

সাবধান থাকতে হবে কাগিসো রাবাদাকে নিয়েও। জোহানেসবার্গে রাবাদা একাই ৫ উইকেট নিয়ে ধসিয়ে দেন বাংলাদেশের ব্যাটিং। সুপারস্পোর্ট পার্ক তাঁর জন্যও পয়া ভেন্যু। ওয়েন পারনেলকে বাদ দিলে দক্ষিণ আফ্রিকার বর্তমান দলের বোলারদের মধ্যে এ মাঠে রাবাদার উইকেটসংখ্যাই সর্বোচ্চ (৯ ম্যাচে ১১ উইকেট)।

দ্বিতীয় ম্যাচে দারুণ বল করলেও হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া বাঁহাতি পেসার পারনেল আজ খেলতে পারবেন না। সুপারস্পোর্ট পার্কে ১০ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন পারনেল।